পাতা:গোপাল কামিনী.djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

እ গোপাল কামিনী । Y S (t যাইয়া উপস্থিত হইল। জিজ্ঞাসা করাতে দ্বারপাল কছিল “ গত রাত্রে সমাচার পাইয়াছি শ্যাম বাবু কল্য টাকীতে তাহার বন্ধুর বাটতে গিয়াছেন, সেখান হইতে আজি কালির মধ্যে যশোহরে একটা বিবাহের নিমন্ত্রণে যাইবেন। তাহার এখানে আসিতে সাত আট দিন বিলম্ব হইবেক” । কামিনী শুনিৰামাত্র অমনি ধূলিপায় টাকার দিকে পুস্থান করিয়া, লোকদিগকে জিজ্ঞাসিতেই দুই দিনের দিন তথায় উপস্থিত হইল এবং সেখানে গিয়া শুনিল, শ্যামবাবুসেই দিনই পুস্থান করিয়াছেন । কামিনী একে বালিকা তাহাতে এত পথ একেবারে কখনই চলে নাই, সুতরাং বিশ ক্রোশ পথ ক্রমাগত চলিয়া গিয়া তাহার পা দুখানি অত্যন্ত ফুলিয়া উঠিল, বিশেষতঃ জ্যৈষ্ঠমাসের রৌদ্রে রাজপথের ধূলি সকল অ মির ন্যায় তপ্ত হইয়া থাকে। কামিনী খালিপায় সেই পথে যাওয়াতে তাহার পদতলে স্থানে ২ ফোস্কাও হইয়াছিল। যেমন জাৰ্লা তেমনি