পাতা:গোপাল কামিনী.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> > 。 গোপাল কামিনী । বেদনা, কষ্টের আর অবধি নাই এমনি ধারা হইল । তথাপি সে মনে করিল, যদি এত দূর পর্যন্ত আসিয়া নিয়লে ফিরিয়া যাই, তাহা হইলে আমার এ ক্লেশ দ্বিগুণ হুইবেক, অথচ কোন কাজ হুইবেক না। বিশেষতঃ অন্য কোন কাজ নয় যে তাহা হইল ২ বা না হইল ২ বোধ করিয়া মনে ২ প্রবোধ দিতে সমর্থ হইব"। মনে ২ এই প্রকার কল্পনা স্থির করিয়া, কা মিনী কিঞ্চিৎ জলযোগ করিয়া শ্ৰান্তি দুর করিবার জন্য এক অশ্বথ বৃক্ষের তলে অঞ্চল পাতিয়া শয়ন করিল নিদ্রাবস্থায় তাহার পায়ের বেদন৷ এমনি প্রবল হইয়া উঠিল যে, তদুপলক্ষে তাহার শিরোবেদন পূর্বক কম্পজর উপস্থিত হয় । যাতনায় নিদ্রাভঙ্গ হইলে সে দেখিল বেলা নিতান্ত অবসান হইয়াছে; সন্ধ্যা কাল উপস্থিত। ইহাতে সে যৎপরোনাস্তি খিদমনে হইয়। রোদন করিতে লাগিল। দুর দৃষ্টবশতঃ তাহার জরের প্রকোপ তখন এমন