পাতা:গোপাল কামিনী.djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ গোপাল কামিনী । ১ ১ ৯ তাহার কাছে গিয়া কিৰূপে বলিব যে তোমার ভগিনী কামিনী কোথায় গিয়াছে, আমি তাহ জানিতে পারি নাই। ফলে এ বিষয়ে অামাকে গোপালের নিকট অপ্রতিভ হইতে হইল। যাহা হউক, এক্ষণে তাহার কাছে গিয়া এই বিষয় না জানান আর ভাল, দেখায় না । ইহা ভাবিয়া সে গোপালের নিকট গমন করিল । গোপাল, কামিনীকে প্রাণাপেক্ষাও ভাল বাসিত। কমলের মুখে এই অশুভ সমাচার পাইবামাত্র সে বক্ষঃস্থলে ও কপালে করাঘাত পূর্বক রোদন করত অত্যন্ত বিলাপ করিতে লাগিল । কমল অনেকবার তাহাকে সাস্তুনা করিতে উদ্যত হইয়াছিল বটে, কিন্তু গোপীলের কাতরতা দেখিয় তাহার কথা কহা দূরে থাকুক, বরং সে সেই ক্ৰন্দনে তাহার সঙ্গী না হইয়া থাকিতে পারিল না। পরে অতি কষ্টসৃষ্টে গোপালকে হাতে ধরিয়া কহিল, “ গোপাল ! নিতান্ত ব্যাকুল হইও না, আমি কামিনীর অনেষণে রছিলাম অনুেষিতে ২ অবশ্যই কোথাও