পাতা:গোপাল কামিনী.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ই, ০ গোপাল কামিনী । 冰 দেখা যাইবেক । আমি ভাল জানি, কামিনী বড় বুদ্ধিমতী ! তোমার এ বিপদের সময়ে যে সে একান্ত অনুদেশ হইয়াছে, এমত বোধ হইতেছে না। আমার অনুমান হয় সে অবশ্য কোন বিশিষ্ট পন্থা দেখিতেছে, তাহার সন্দেহ নাই”। এই বলিয়া সে বাটী আসিতে চাহিলে, গোপাল কহিল, কমল দাদা! বিনা দোষে ত আমাকে গুৰুতর দণ্ড সহিতে হুইল যাহা হউক, আপ, নি ত মজিতে বসিয়াছি, আবার ভগিনীটিকেও একেবারে হারাইলাম বোধ হইতেছে । কারণ পরশু দিন সে সাহেবকে কহিয়াছিল, “ আমি সপ্তাহ মধ্যে বাবুকে আনিয়া হাজির করিব”। সেই প্রতিজ্ঞা পূর্ণ করিবার জন্য সে বাবুর অনুেষণে শ্যামবাজার পর্যন্তও গিয়াছিল, কিন্তু সেখানে তাছাকে না দেখিতে পাইয়। হয় ত কাহাকে জিজ্ঞাসিয়া জানিতে পারিয়াছে, বাবু অনেক দিন বিলম্বে আসিবেন । তাহাতে আমার ভাবি বিপদ ঘটনার সম্ভাবনা বুঝিতে পারিয়া হয় ত মনে করিয়া থাকিবেক, নিকটে