পাতা:গোপাল কামিনী.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ?、8 গোপাল কামিনী । হাকে উপনীত করিবামাত্র ঈষৎ রাগাপন্নভাবে গোপালকে জিজ্ঞাসা করিলেন “কই ! এ মোক দমার সাক্ষী তোমার ভগিনী কোথায় ? অার সে যে বাবুকে হাজির করিবার জন্য সপ্তাহ মিয়াদ চাহিয়াছিল, এখন সে বাবুই বা কোথায়?” । গোপাল ইহাতে, কি উত্তর দিবেক, কাজে কাজেই সে নিৰুত্তর ও অধোবদন হইয়া দণ্ডায়মান রহিল। দারোগ জমাদার প্রভৃতির অমনি কহিয়া উঠিল, “ খোদাবন । আসামীকে বড় ছোট বোধ করিবেন না, ইনি এক জন” । সাহেব আরো রাগত হইয়া কহিলেন, ** হ ২ ! আমার ঠিক বোধ হইতেছে, আসামীর সাক্ষীর সকল কথাই মিথ্যা, মাল ইহার চুরি করা বটে, তাহার ভুল নাই এক্ষণে হুকুম লেখা যায়, আসামীর বমেহনং ও বজিঞ্জির তিন বৎসর মিয়াদ হয়। হুকুম হইবামাত্র হুজুরের মুহুরী তাহ লিপি বদ্ধ করিতে আরম্ভ করিল। সেই লিপিখানি পুস্তুত হইয়া হুজুরের স্বাক্ষরিত হইলেই গো