পাতা:গোপাল কামিনী.djvu/১৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ৩২ গোপাল কামিনী । কানে জল খাইবার সময়ে ধরিয়াছি”। পোদারকে ডাকিয়া পাঠাইলে সে হাজির হইল, এবং ধৰ্ম্মভয়ে সমুদায় সত্য কথাই নিবেদন করিল। বেণিয়ায় মুখে যখন চেকীদারের ঘুষ লউবার কথা প্রকাশ হয়, তখন সাহেব স্থির বুঝিতে পারিলেন, যে এ আসামীর বিপক্ষে যাহা কিছু করিয়াছে সকলই অত্যাচার তাহার সংশয় নাই । তখনি অমনি তাহার মানিত চারি জন সাক্ষীকে ডাকিয়া পাঠাইলেন। তাহারা হাজির হইলে, সাহেব এমনি ভয় প্রদর্শন করিলেন,যে তাহারা যুষ লইয়া সেইৰূপ মিথn সাক্ষ্য দিয়াছে, এ কথা না বলিয়া থাকিতে পারিল না। তখন সাহেব ক্রোধ সৎ বরণ করিতে না পারিয়া তখনি এই হুকুম জারি করিলেন, “য়্যারমামুদ জমাদারী পায় হইতে বরতরফ হয়, ও বক্সীসের টাকা ফিরিয়া দেয়, আর পঞ্চাশ টাকা জরিমানা সম্বলিত मूड़े বৎসর মিয়াদে কয়েদ থাকে। এবং উহার কৰ্ম্মে জার এক জন নুতন ব্যক্তি বহাল হয়”।