পাতা:গোপাল কামিনী.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 উপক্রমণিকা । সম্মত হইল। তখন ধনপতি ভাণ্ডার হইতে কোটি মুদ্রা আনাইয়া পুঙ্খদিগকে বিভাগ করিয়া দিতে আর কিছু মাত্র বিলম্ব করিলেন না। সর্বজেষ্ঠ বসুদন্ত পিতৃচরণে প্ৰণাম করিয়া পঞ্চবিংশতি লক্ষ মুদ্র গ্রহণ পূর্বক সিংহলদ্বীপে বাণিজ্য করিতে প্ৰস্থান করিল। মধ্যম অর্থপ্রিয় কাশ্মীর দেশ যাত্রা করিল। তৃতীয় বিত্তপ্রাণ, কলিকাতায় গিয়া বেণুিতি কারবার করিতে লাগিল । সৰ্ব কনিষ্ঠ প্রদত্ত অল্পবয়স প্রযুক্ত বড় সাহসিক ছিল না। এ কারণ সে বিনয় পূর্বক পিতার সমীপে নিবেদন করিল, “পিতঃ! আপনি যে প্রকার নির্দেশ করিতেছেন তাহাতে আমার বিলক্ষণ সন্মতি অাছে, কিন্তু বিদেশ যাইতে আমার মন সরিতেছে না, এবং ভালমত সাহসও হইতেছে না। বিশেষতঃ অধিক পর্যটন শ্রম করা অামার অভ্যাস নহে। অতএব যদি অনুমতি করেন