পাতা:গোপাল কামিনী.djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 8之 গোপাঙ্গ কামিনী । আপনারা যে দিন অবধি আমাকে শিখাইতে চাহেন বলুন সেই দিনে পুস্তুত হইব"। বিবিরা শুনিয়া মহা সন্তুষ্ট হইলেন এবং তখনি তাহাকে কহিলেন “ কৈ, সে সকল চীজ বস্তু লয়ে এস দেখি, আমরা তোমাকে এখনি দেখাইয়া দিতেছি। যেমন করিয়া সূৰু করিতে হইবেক তুমি তাহা আমাদের কাছে বসিয়াই প্রথমে শিক্ষা কর” । কামিনী এই কথায় সত্বর হইয় গৃহ হইতে সেই সকল দ্রব্য লইয়া উপস্থিত করিল। তাহারাও তখনি নিকটস্থ চুপড়ী হইতে একখানি চিত্রকরা সুচিকৰ্ম্মশিক্ষার আদর্শ বাহির করিয়া দিলেন, এবং তাছাকে নিকটে বসা ইয়া" এমনি করিয়া দুই ধর, এবং এই সুতার পর এই সূতা, তাহার পর এই সূতা বসাইয় যাও”ব লিয়া যত্বপূর্বক দেখাইয়া দিতে লাগিলেন। কা মিনী এমনি বুদ্ধিমতী ছিল যে, যখন যে বিষয়ে উপদেশ পাইত,তখনি তাহ শিথিয় আয়ত্ত ক রিতে পারিত। বিবির তাহাকে সে দিন যাহ্বা ২ দেখাইয়াণ্ড বলিয়া দিলেন তাহার তাহ শিখিতে