পাতা:গোপাল কামিনী.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । ... ( ) রাখিবার স্থান রছিল না। আহা! তখন ভাগ্যধর নিত্বাই যোষ যে কি পর্যন্ত সুখী হইল তাছা কহিয়া জানাইতে পারি না। এইৰূপে কামিনীও সৰ্বদা লেখা পড়া ও নানা প্রকার শিল্প বিদ্যার অনুশীলন দ্বারা বি শেষ গুণবতী হইয়াছিল। সুন্দরী নাম্নী ঐ বা বুর একটা সৰ্বাঙ্গসুন্দরী কন্যা ছিল, তাছার সঙ্গে কামিনীর এ প্রকার সম্ভাব জম্মিল যে, তিনি ক্ষণকালের জন্য তাহাকে চক্ষের আড় করিতেন না। কামিনীও সেই শিক্ষিত বিদ্যায় তাহাকে বিদ্যাবর্তী করিতে কোন অংশে যত্বের ত্রুটি করে নাই। কালসহকারে সুন্দরীর কন্যাকাল উপস্থিত হওয়াতে, নানা স্থান হইতে উত্তম ২ সম্বন্ধ তালিতে লাগিল । ইহা দেখিয়া সদ্বিবেচক বাবু এক দিন স্ত্রীর সহিত পরামর্শ করিলেন, “ হেদেখ! গোপাল ও কামিনীকে অামার পরের সন্তান বলিয়া বোধ হয় না। ফলে উহারাই যেন আমার জ্যেষ্ঠ পুত্ৰ এবং জ্যেষ্ঠ কন্যা ! দেখিতেছি উহাদের এখন •