পাতা:গোপাল কামিনী.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

by- গোপাল কামিনী । শয় কষ্টে প্রতিপালন করিত। অর্থাভাবে সে জাতীয় ব্যবসায় দধি भ्रूक्षं ঘূতাদির বিক্রয় করিতে সমর্থ ছিলনা। তাহার বয়স্থ ক্রমশঃ অধিক হওয়াতে পরিশেষে সে আর তত পরিশন করিতে পারিত না ; সুতরাং উপাঞ্জনেরও শেথিল হইয়া পড়িল । তাহাতে তাহার সংসারে এমনি ক্লেশ হইল যে, দিনান্তেও পরিবারদিগের এক মুষ্টি অন্ন পাওয়া সহজে হুইত না । - দেখিয়া বিদেশে চাকরী করিতে যাই বলিয়া বাট হইতে পুস্থান করিল। বড় মেয়ে তিনটিও একে একে স্বামীর ঘর করিতে চলিয়া গেল । অনাথা ভগিনীদের আর গত্যন্তর ছিল না বলিয়া তাহারা ও বৃদ্ধ মাতা এবং দুইটি শিশু বালক বালিকার সহিত নিতাইরা দুই স্ত্রী পুৰুষ এই কয়েক জন ঘরে রহিল। ঐ দুইটি বালক বালিকার গুণের কথাই তোমার নিকট বলিয়াছিলাম। নিতাই ঘোষের এ দুটি যমক