পাতা:গোপাল কামিনী.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

交° গোপাল কামিনী । মাতার অসময়ে যে সন্তান হইতে কোন উপকার না দশে, সে অতি নরাধূম, পশুর সহিত তাহার কিছুমাত্র ইতর বিশেষ নাই”। অতএব মা ! তোমরা এখন এইৰূপ শোক সম্বরণ করিয়া আমাদের দেশান্তর গমনে ও তোমাদের ভবিষ্যতে কোন সাহায্য করণে উৎসাহ প্রদান কর । তোমাদের মনঃক্ষোভ দেখিৰ্গে অামাদের উৎসাহ ভঙ্গ হইয়া পড়ে” । এইৰূপে প্রস্থান বিষয়ের পুস্তাবে তাহাদের পিতা মাতা যতই আপত্তি উপস্থিত করিল, গোপাল ও কামিনী ততই উক্তৰূপ নীতি ঘটিত পুবোধ বাক্যদ্বারা খণ্ডন এবং প্রস্থান করণের মত দৃঢ় করিতে লাগিল । ঐ সময়ে তাহাদের বৃদ্ধ পিতামহী ও পিসী সকল এবং পিস্তুত ভগিনীর ভূয়োভুয় তাহাদিগকে বিদেশ যাত্রায় নিষেধ সূচক অনেক ২ কথা কহিয়া উপদেশ দিতে লাগিল, কিন্তু গোপাল ও কামিনী তত্তবতের যথাযথ উত্তর দিয়া তাহাদিগকে নিৰুভর ও তুষ্ট করিতে জুটি করিল না। এইৰূপে