পাতা:গোপাল কামিনী.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ গোপাল কামিনী । আমাদের স্থানে ত যৎকিঞ্চিৎ রহিয়াছে ; আর কি কোনৰূপে কিছু যুটাইতে পারিব না? চেষ্টার অসাধ্য কোন কৰ্ম্ম নাই ৷ একান্ত কিছু না হয়, দুই চারিটা গান গাইলেও কিছু পাইতে পারিব" এইৰূপে পরামর্শ করিতেই তাহার সন্ধ্যার পূর্বে রাণাঘাটের পান্থশালায় যাইয়া উপস্থিত হইল, এবং আপাততঃ মুখ হাত পা প্রক্ষালন করিয়া আপনাদের নিকটে যাহা কিছু ছিল তাহা জলযোগ করিল। খানিক ক্ষণ বিশ্রাম করিলে পর কামিনী কহিল “দাদা! কৈ তুমি আমাদের এবেলার আহারাদির বিষয়ে কি চেষ্টা করিবে, তাহা করিলে না ?’ গোপাল কছিল “ আমি যে প্রকার করিব কহিয়াছিলাম, তাহাতে যে লোকের মনোরঞ্জন করিতে সমর্থ হইব, এবিষয়ে বড় ভরসা হইতেছে না । কারণ একেত আমি পৰ্থশাস্ত আছি, অদ্য বিশিষ্টৰূপে আহারাদিও হয় নাই ৷ মধ্যে কোন বাদ্য যন্ত্র সঙ্গে লইয়া অসিতে বিস্মৃত হইয়াছি। যন্ত্রের সঙ্গত ব্যতি,