পাতা:গোপাল কামিনী.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ & গোপাল কামিনী । যাচঞ্চার বিষয়ে একটি শ্লোক পড়িলেন। তাহার অর্থ এই যে “ মানাপমান বোধ শালী ব্য ও প্রাণের মধ্যে কে আগে বাহির হইবে এ বিষয়ে মহা বিবাদ উপস্থিত হয়” । অনন্তর গোপাল ও কামিনী তথাকার চটি হইতে উঠিয়া সেই গামস্থ বাবুদের বাটা গিয়া উপস্থিত হইল এবং কয়েক জন ভূতকে সম্মুখে দেখিতে পাইয়া সম্বোধন করিয়া কহিতে লাগিল “ ওহে ভাই সকল! আমরা দুটি ভাই ভগিনী ক্ষুধাৰ্ত্ত হইয়াবাবুদের এখানে আইলাম। যদি এ বাবুদের বাটাতে আমাদের যোগ্য কোন কাজ কৰ্ম্ম করিতে থাকে বল, আমরা আগে করি, পশ্চাৎ অামাদিগকে ভোজন করাইয়া আজিকার রাত্রি থাকিবার জন্য একটু স্থান দিও”। চাকরেরা গোপালের বিনয় বাক্যে বশীভূত হইয়া সহস্ৰ কৰ্ম্ম পরিত্যাগ পূর্বক আগে তাহাদের উভয়কে কিঞ্চিৎ জলযোগ করাইল । তৎপরে তাঙ্কাদের এক জন