পাতা:গোপাল কামিনী.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 R. গোপাল কামিনী । ভোজনাদি সেখানেই সমাধান করে। পরে এক প্রহর দশ দণ্ড বেলা থাকিতে তথাহইতে গুস্থান করিয়া চলিতে ২ যখন আমডেঙ্গার চটিতে গিয়া উপস্থিত হইল তখন ঠিক সন্ধ্যাকাল। ঐ দিন তাহারা সকালে ও বিকালে অধিক পথ চলিয়া একান্তকান্ত হইয়াছিল। একারণ রন্ধনাদি করি তে আর সমর্থ হইল না, কেবল জলযোগমাত্র সার করিয়া রজনী প্রভাত কৰিল । : সূর্য উদয় হইল,গোপাল ওকামিনী স্বাম "ডেস্কার চটিহইতে পুস্থান করিল। পুস্থান করিল বটে, কিন্তু সে দিন তাহাদের যেমন পায়ে বেদন তেমনি ক্ষুধা,দুই বাধাই সমান হইয়াছিল। সুতরাং বারাসতের পান্থশালা যাইতে তিন ক্রোশ পথচলাওতাহাদের সুকঠিন হইয়া উঠিল। যখন বেলা এগারটা হইয়াছে, তখন তাকার অতি কষ্টে বারাসতের চটি যাইয়াউপস্থিত হয়। তা হারা তখন ক্ষুধাতৃষ্ণায় এমনি কাতর, যে তাহদের মুখ দিয়া বাড়িপত্তি হওয়াও দুষ্কর इड्रेग्नाছিল। করে কি! আপাততঃ এক দোকানহইতে