পাতা:গোপাল কামিনী.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । ●● গমন করিল, কিন্তু, তাহা দেখিতে পাইল না। পরে নিতান্ত বিমর্শ হইয়া পুনৰ্বার বাসায় ফিরিয়া আইল, এবং কামিনীকে কহিতে লাগিল । <ভগিনি! কামিনি! গাড়ীত দেখিতে পাইলাম না, এক্ষণে কি প্রকারে তাহার এ নোট খানি পাইতে পারেন বলিতে পার?” । কামিনী কহিল “ দাদা! কিছুই ত ভাবিয়া স্থির করিতে পারিতেছি না । তবে যদি তাহারা ইহা অনৃেষণ করিয়া না পান, এবং সন্দেহ ক্রমে আমাদের এখানে লোক পাঠাইয়া দেন, তাহা হইলেই এক প্রকার সদুপায় দেখিতে পাই”। যাহা হউক, এই পুকার অন্যায়াগত ধনে গোপাল ও কামিনীর মনে সাতিশয় উদ্বেগ উৎপন্ন করিল। পরে তাহারা ক্রমাগত চারি পাচ দিন বাবুদের লোক এই আইসে, এই আইসে করিয়া কাল প্রতীক্ষা করিতে লাগিল, কিন্তু র মনে গোপালের প্রতি সন্দেহ মা হওয়াতে র্তাহারা আর তথায় লোক পাঠাইলেন না । tS 3)