পাতা:গোপাল কামিনী.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । * (t এই ‘ৰূপে নানা জনে নানা কথা কহিতে লাগিল , নিৰুপায় নিদোষ গোপাল শুনিতে ২ বোধ করিল যেন সে সকল কথা শল্যের মত তাহার হৃদয় বিদ্ধ করিতেছে । সে তখন করে কি, কে বা তাহার কথা শুনে ও কেবা তাহ৷ সত্য মিথ্যা বিচার করে । কাজে কাজেই তাহাকে নিৰুত্তর হইয়া সে সকল অসহ্য যাতনা সহিতে হইয়াছিল। গোপাল বাধা থাকিয়া রোদন করিতেছে এবং পাচ জনে পাচ কথাও বলিতেছে, ইত্যবসরে য়্যারমামুদ আপন চৌকীর সীমার মধ্যস্থ পরিচিত তিন চারি জন লোককে দেখিতে পাইয়া তাহাদিগকে নিকটে ভাকিয়া কাণে ২ কহিল, “ ভাই সকল ! তোরা ত স্বচক্ষে দেখিলি, আমি চোরাই নোট শুদ্ধ আ|সামী গেরেপ্তার করিলাম। এ বেটা এমনি জাত; এত পীড়াপীড়ি করিয়াও উহাকে কোন ক্রমে চুরি করিয়াছি, এই কথা মানাইতে পারিলাম না । যদি তোরা ভাই ইহাতে কিছু সাহায্য করিস্ তাহা হইলে আমার বড় छ ९