পাতা:গোপাল কামিনী.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* br গোপাল কামিনী । ভাদ্যন্ত বর্ণনা করিতে নাগিল। চেকীদারের নিকট যাহা ২ কহিয়াছিল তাহার সচিত কিছমাত্র ইতর বিশেষ হইল না । দারোগী • কেমন হে য়্যারমামুদ ! তোমার আসাম কি বলে গুলিতে পাও?” বলিয়া জিজ্ঞাসা করিলে পর য়্যারমামুদ কহিল “মহাশয়! দেখিতেছেন কি ? এ দেখিতে ছোড়ার মত, কিন্তু কাজে তেমন বোধ করিবেন না; এ বেটা বড় দুষ্ট এবং পাকা চোর । আমি ভালৰূপে পরখিয়| দেখিয়াছি এ বড় সহজ নহে । দেখুন না কেন মহাশয় এইমাত্র আমার নিকট মানিয়া আসিয়াই এখানে তাহার বরখেলাপ কহিতেছে"। পানাউল্লা ভ্ৰাভঙ্গী করিয়া কহিলেন, “ রোগের মত ঔষধ না হইলে কি কখন রোগ ভাল হয়” । য়্যারমামুদ। আমি তোমাকে আগে অবধিই জানিতাম, তুমি এক জন বড় কাজের লোক । বিশেষতঃ তোমার আজিকার কাজে आदिता जघुचे श्रेंज्ञाम । डूनि यमन नश्म, আমার মতে তুমি জমাদার হইবার যোগ ।