পাতা:গোপাল কামিনী.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

レ-bー গোপাল কামিনী । লাগিল । করে কি, উপায় ত কিছুই নাই ; কুটীরের দ্বার কন্ধ করিয়া ঘরের ভিতরে বসিয়া রহিল । কামিনীর তখনও মনে ২ হইতে ছিল, দাদা এলেন প্রায়, কিন্তু তখন তাহার দাদা কোথায় ? 1 f এইৰূপে ভাবিতে ২ কামিনীর মনে হইল, ঠাকুরমা না আসিবার সময়ে কহিয়া দিয়াছিলেন যে বাছা সকল ! যখন বিপদে পড়িবে, তখন একান্তু মনে পরমেশ্বরকে ডাকিবে ও তাহার নিকট প্রার্থনা করিবে” । আর অন্যের কাছেও শুনা আছে, বিপদ কালে কেহু ঈশ্বরকে অনন্য মনে ভাকিলে পর তিনি তাহাকে উদ্ধার না করিয়া নিশ্চিন্তু থাকেন না” । আহা ! আমি কি নিৰ্বোধ ! এমত দুঃসময়ে তাহাকে ভুলিয়া রহিয়াছি ! এতক্ষণ একাগুচিত্তে ডাকিলে যে তিনি ইহার প্রতীকার না করিয়া নিশ্চিন্ত থাকিতেন না ! অনৰ্থক চেষ্টায় কেবল সময় কাটাইয়া যাহা করিলে সার্থক হইত, তাহাই বিস্মৃত হইয়া বিড়ম্বিত হইলাম । আহা! কি দুর্ভাগ্য।