এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
र७ গোপীগীতা । শ্লোকার্থঃ —এই রূপে গোপিকার নিজ অভিলাষ। কহিতে কহিতে প্রেম হইল প্রকাশ। তাকে স্বতাৎপর্য্য সবে করি উপেক্ষণ । কৃষ্ণ সুখ লাগি কহে ব্ৰজাঙ্গনাগণ ॥ ওহে কৃষ্ণ তুমি প্রাণপ্রিয় সবাকার পঙ্কজ হইতে পদ কোমল তোমার। অত্যন্ত কোমল যেই তব শ্ৰীচরণ । ভয় পাই নিজ স্তনে করিতে ধারণ। নবযৌবনের জ্বালা করিতে বিদিত। করি মোরা সূবে নাথ তেমন চরিত। অতি সুককৃশ মানি আপনার স্তনে। তাহে ধুতে ষে পদ সৰ্ব্বস্ব ভয় মনে । ८श्न ऋन्न बिभिप्उ त्रु कांबत्न जभ१। रुब्रिाउङ् शंश cझथि क्लब পায় মন। বনেতে আছে হে কত তৃণাস্কুর চয় । তাহাতে বাজিৰে বলি বড় ভয় হয়। তব অনুগত হয় গোপিকা জীবিত। হেন দুঃখ দেওয়া তাহে না হয় উচিত। অতএব তেজি নাথ এত নিঠুরাল । দরশন দেহ সবে ওহে বনমালি। বৃন্দাবন চন্দ্র যার একান্ত শরণ। গোপীগীতা ভাষা রচে সে শ্ৰীনারায়ণ । * ইতি গোপীগীত সমীপ্তোহয়ং ।