পাতা:গোবিন্দ দাসের করচা.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন বৈষ্ণব সাহিত্যে গোবিন্দ দাসের উল্লেখ। “নীলাচল উদ্ধারিয়া, গোবিন্দরে সঙ্গে লৈয়া, দক্ষিণদেশেতে মাব আমি।” ৩৭৫ বৎসরের প্রাচীন কবি বলরামদাসের পদ । গৌরপদতরঙ্গিনী, সাহিত্যপরিষৎ সংস্করণ, ৪০৪ পৃঃ । “মুকুনা দত্ত বৈদ্য গোবিন্দ কৰ্ম্মকার । মোর সঙ্গে আইসহ কাটোআ গঙ্গাপার ॥” ৪০০ বৎসরের প্রাচীন জয়ানন্দের চৈতন্ত-মঙ্গল । সাহিত্য-পরিষৎ সংস্করণ, বৈরাগ্যখণ্ড, ৮৩ পৃঃ । “নিত্যানন্দ, গদাধর, মুকুন্দ, সংহতি । গোবিন্দ পশ্চাতে আগে কেশব ভারতী ॥” ৪০০ বৎসরের প্রাচীন বৃন্দাবন দাসের চৈতন্ত ভাগবত, অস্ত্য, দ্বিতীয়। “তারপর নিত্যানন্দ, গদাধর সঙ্গে . ভারতীকে লইয়া চলিলেন নানা রঙ্গে ॥ পিছনে পিছনে আমি পড়ি লয়ে যাই ।” করচ, ১২ পূঃ । “সুনি শ্ৰীগোবিন্দ আনন্দিত হএণ । অদ্বৈতের স্তানে চলে মনেতে চিন্তিঞ ॥” প্রেমদাস কর্তৃক ১৬৩৪ শকে রচিত চৈতন্ত চন্দ্রোদয় কৌমুদী । কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পুথিশালায় ২১৪৫ নং পুথি, ১৪৮ পত্র।