গোবিন্দ আছাড় খাইয়া কছু পড়য়ে ধরায় । . মুখে লাল ইতি উতি গড়াগড়ি বায়ু ॥ শত শত লোক আসি সেখানে জুটিল । নাম সংকীৰ্ত্তনে সবে মাতিয়া উঠিল ॥ একত্রে মাতিল নামে যত নর নারী। ধগুরে নামের বল যাই বলিহারি ॥ বালক বালিকা বৃদ্ধ যুবক যুবতী। করতালি দিয়া নাচে করিয়া ভকতি ॥ অৰ্দ্ধেক রজনী গেল এই মত করি । তার পরে ভিক্ষা অন্ন পাকাইলা হরি ॥ একজন গ্রাম্য ভক্ত বৃত আনি দিলা । স্বত দিয়া প্ৰভু মোর করলা ভাজিলা ॥ নিস্বস্বত্তণ স্বত আর করলার ভাজা । ভোগ লাগাইলা মোর নদিয়ার রাজা ॥ মুষ্টিমেয় প্রসাদ পাইলা গৌরহরি। অনস্তর বসিলাম মুহি পত্র করি । পত্র পূরি প্রসাদ দিলেন নরহরি। প্রসাদ পাইয়া মুহি হাস ফাস করি । উদর ফুলিয়া মোর উঠিল যখন। প্রভুর চরণে গিয়া লইলু শরৎ ॥ তবে প্রভু উদরেতে হাত বুলাইলা । অমনি উদর মোর সমান হইলা ॥ - e. e - © s করিলাম হরি হরি ধ্বনি । চমকিয়া ভক্তগণ উঠিলা অমনি ॥ পরদিন প্রাতে উঠি গৌরাঙ্গ সুন্দর। ভক্তগণে ডাকি কথা কহিল। বিস্তর ॥ বিদায় মাগিল। ভক্তগণে বুঝাইয়া । সাঙ্গোপাঙ্গ সঙ্গে করি চলিলা ধাইয়া ীি চৈতষ্ঠদেবের সন্ন্যাসের পর দৃষ্ট হয় যে “তিনি প্রবল বায়ুতাড়িত পুল্লাগ পুষ্পরেণুর স্তার মহাভাব-পরিচালিত হইয়। ছুটয়া চলিয়াছেন, নিত্যানন্ম তাহাকে অনুগমন করিতে পারিতেছেন না। "অহো বলবত বাতেন দাসের করচা × মেদিনীপুরের কাছে যবে পন্থছিলা। এই বার্তা শুনি লোক ধাইয়া মাইলা ॥ তার মধ্যে এক ধনী নিকটে আসিয়া । অবাক চইলা প্রভুর মুরতি দেখিয়া । কেশব সামস্ত নাম বড় ধনী হয় । বহু ছলা করি ধনী নানা কথা কয় ॥ কখন বলিছে হাসি ওহে ন্যাসিবর। টাক কড়ি লহ কিছু যে চাহে অস্তয় ॥ কৌপীন তেজিয়া ফেলি পরহ বসন। যুব পুরুষের কেন সন্ন্যাস গ্রহণ ॥ সুখলাভ কর যোগি ইন্দ্রিয় সেবিয়া । মর কেন বৈরাগ্যের দাসত্ব করিয়া ॥ শুনিয়া ধনীর বfণী ঈষৎ হাসিয়। তারে শিক্ষা দেন প্রভূ বিনিয়া বিনিয়া ॥ প্রভূ কহে টাকা কড়ি সোণা মরকত । মাটির বিকার সব শাস্ত্রেতে কথিত ॥ মাটির বিকার সব কালে হবে মাটি । তবে কেন অহঙ্কারে মর বে ফাটি। ঈশ্বরেয় মায়াফাদে না দিও চরণ । তা হলেই পুনঃপুনঃ হইবে মরণ ॥ পুনঃপুনঃ মরিবারে চাহে যেই জন । মায়ার বন্ধন তার না ছাড়ে কখন ॥ সব ছাড়ি ভক্তিভাবে ভজ সেই জনে । তাহলেই পরানন্দ উপজিবে মনে ॥ ন শক্যতে।" (নিত্যমন-বাক্য, 25टश्राप्छामग्र नाप्नेक, ५भ श्रक ) अरेँधठ शृप्इ किङ्क কাল অবস্থানের পর নিত্যানন্দ প্রভৃতি পরিকরবৃন্দ কয়েক দিনের জন্য উহার সঙ্গ বিচ্যুত হইয়াছিলেন “রহিলা অনেক পাছে নিত্যানন্দ চন্দ্র । সংহতি তাহার সব শ্ৰীজগদানন্দ ॥” (চৈ, ভ। ) সুতরাং এই পৰ্য্যটনের সঙ্গী গোবিন্দদাস ভিন্ন আর কেহ সমগ্র পথ উাহার অনুগমন করেন নাই। মহাপ্ৰভু তাছার স্বগণবর্গের হাত চালিত ; কেশর পরাগ পুঞ্জ ইব চলতোষ্ণ। মরাপি ७फ़ाईबाब्र श्रङिमाज cछड़ेब्र मङ्ग” इग्नड: ॐाशबा कि
পাতা:গোবিন্দ দাসের করচা.djvu/১০৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।