গোবিন্দ দাসের করচ, లిe খড়ম দুখানি লই মাথায় বাধিয়া । ছুহ কাধে লইলাম দুইটি খড়িয়া । কুলবধু ধায় কত দেখিতে প্রভূরে। তাঞ্জেীর নগরে চলে সাত ক্রোশ দূরে ॥ ধলেশ্বর নামে এক বৈষ্ণব ব্রাহ্মণ । তাঞ্জোরে থাকেন করি কৃষ্ণের সেবন ॥ রাধাকৃষ্ণ মূৰ্ত্তি আছে তাহার মন্দিরে। সেইখানে মোর গোরা গেলা ধীরে ধীরে। ধলেশ্বর ব্রাহ্মণের আঙ্গিনার মাঝে । প্রকাও বকুল বৃক্ষ তথায় বিরাজে। তথি রহে বহুতর বৈষ্ণব সন্ন্যাসী । যে স্থান দেখিলে হয় গৃহস্থ উদাসী । গোসমাজ শিব রহে তার বাম ভাগে । শিব দরশন কৈলা প্ৰভু অনুরাগে । তাহার নিয়ড়ে ছিল রম্য সরোবর। পথ দেখাইয়া দিলা বিগ্র পুলেশ্বর ॥ কুম্ভকৰ্ণ-কপরেতে সরোবর হয়। সরসী দেখিয়া প্ৰভু মানিলা বিস্ময় ॥ চণ্ডালু নামাতে গিরি তাহার নিকটে। দাড়াইয়া আছে যেন লেখা চিত্রপটে ৷ বহুতর গোফা আছে তার চারি ভিতে । অনেক সন্ন্যাসী থাকে তপস্তা করিতে ॥ ধ্যান-পরায়ণ কত সন্ন্যাসী গোসাই । আছেন মুদিয়া আঁখি অঙ্গে মাখা ছাই ॥ সেইখানে ভট্টনামে এক বিপ্রবর। প্রভূরে লইয়া গেলা আপনার ঘর। কৃষ্ণনাম শুনি বিপ্র পাগল হইল । দয়াল চৈতন্য কৃপা তাহারে করিল ॥ হরিনামে সদা মত্ত ভট্ট মহাশয় । লইতে কৃষ্ণের নাম অএ পাত হয় ॥ তার প্রেমাবেশ দেখি গৌরাঙ্গ সুন্দর। বলে বিপ্ৰ তুমি হও সাধুর প্রবর। তোমারে দেখিলে নাহি রহে যমভয় । .তামারে দেখিলে মহা পাপ হয় ক্ষয় । মাথার ঠাকুর তুমি বিপ্র মহাশয়। তোমারে দেখিলে শোক তাপ নাহি রয় ॥ প্রশংসাবাদেতে বিপ্র অতি লজ্জা পাইরা। প্রভুর চরণ তলে পড়ে গিয়া ধাইয়া ॥ বলে কেন কর প্রভু এত বিড়ম্বন। স্তববাক্যে অধমের বাড়িছে যাতন ॥ নরকের লীট আমি পাপি-শিরোমণি । উদ্ধারিল মোরে কৃপা করিয়া আপনি ॥ আমাকে যে স্পর্শ করে সে নরকে যায়। পাপক্ষয় হইল আজি তোমার কৃপায় ॥ ব্রাহ্মণের দৈন্ত দেগি শচীর নন্দন । বলে বিপ্ন তুমি ধন্ত তুমি সাধুজন ॥ প্রেমাবেশে নাচে প্রভু ব্রাহ্মণের ঘরে। তাহা হেরি ব্রাহ্মণের পুলক অন্তরে ॥ প্রধান সন্ন্যাসী এক নাম সুরেশ্বর। তার মধ্যে হরি সেবা করে নিরস্তর ॥ আর ছয় জন হয় তাহার অধীন। ভজন করেন বনে সবে উদাসীন। বড় বড় গাছ চারিদিকে শোভা পায়। আশ্চর্য্য বনের শোভা কহনে না যায় ॥ ক্ষুদ্র এক নদী সেই বনের মাঝারে। বড় মনোহর বহে কুলু কুলু স্বরে ৷ ঝরণার জল সব একত্র মিলিয়া । নদী হয়ে যায় সেই কানন ভেদিয়া ॥ সেই খানে থাকে সবে কোথা নাহি যায়। গ্রাম্যলোক ভিক্ষণ আনি সেখানে যোগায় ॥ বড় পুণ্যভূমি হয় সেই রম্য স্থান। সেই খানে মহাপ্রভু হৈল আগুয়ান ॥
পাতা:গোবিন্দ দাসের করচা.djvu/১২৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।