গোবিন্দ দাসের করচা 6 & খাওবার কাছে কষ্ঠা পিতামাতা আনি । খাগুবারে কন্যা দেয় বহু ভক্তি মানি ॥ দরিদ্র পিতার কন্যা এখানে থাকিয়া । খাওবার সেবা করে আস্তু করিয়া ॥. খাণ্ডবারে পতি ভাবি কত শত নারী । . ক্রমে ক্রমে হইয়াছে পথের ভিকারী ॥ প্রতারিত হয়ে সবে খাওবার স্থানে । বেণ্ডাবৃত্তি কত নারী করিছে এখানে ॥ খাণ্ডবার পত্নী বলি পাপ কৰ্ম্ম করে। তাহাদের বড়ই দুৰ্গতি হয় পরে ॥ তীর্থ করিবারে এথা আসে বহুজন । কৌশলে তাদের করে নরকে পাতন ॥ এইস্থানে আসে যত দরিদ্র কুমারী। বিয়া করে বলে মোরা খাগুবার নারী ! ইহা শুনি দেখিবারে প্রভু নারীগণে । উপস্থিত হৈলা তথা অতি সঙ্গোপনে ॥ ইহাদের ডাকে লোকে মুরারি বলিয়া । প্রভুর হইল দয়া মুরারি দেখিয়া ॥ মুরারি গণের দুঃখ শুনিলে শ্রবণে । দয়া উপজয়ে অতি নিঠুরের মনে । কেমন নিঠুর পিতা বলিতে ন পারি। কেমনে মুরারি করে আপন কুমারী ॥ এই বাক্য শুনি প্রভু যত নারীগণে । উদ্ধার করিতে যায় মুরারিপ্রাঙ্গণে ॥ মুহি বলি সে স্থানেতে গিয়া কাজ নাই। না শুনিল মোর বাণী চৈতন্ত গোসাই ॥ মুরারিপল্লীর মধ্যে মোর প্রভূ গিয়া । পবিত্র করিল সবে হরিনাম দিয়া ॥ রমণীগণের দুঃখ সহিতে না পারি। উদ্ধার করিতে চাহে যতেক মুরারি ॥ আশ্চৰ্য্য প্রভুর ভাব শুনি নিজ কাণে । ক্রমে ক্রমে বহুনারী আসে এই স্থানে ॥ | নারীগণে বলে প্রভু কর হরিনাম । নাম বলে অবশু পাইবে নিত্যধাম ॥ বড়ই দয়াল হরি অগতির গতি । । তাহাকে ভাবহ সবে নিজ নিজ পতি ॥ কৃষ্ণকে পাইতে পতি যত গোপীগণ । কাত্যায়নী ব্রত করে হয়ে শুদ্ধমন ॥ কৃষ্ণ পতি হইলে না রবে ভবভয় । কৃষ্ণ সকলের পতি জানহ নিশ্চয় ॥ কৃষ্ণ কৃষ্ণ বলি সদা ডাক ভক্তি ভরে । সৰ্ব্বদা বলহ মুখে হরে কৃষ্ণ হরে। এত বলি প্ৰভু মোর নাম আরম্ভিল। অমনি তাঙ্গর দেহ পুলকে পুরিল। দেখিয়া প্রভুর ভাব যত নারীগণ । পূজিতে লাগিলা সবে প্রভুর চরণ ! প্রভুবলে ভিক্ষা করি গৃহস্থের দ্বারে । নিতান্ত অস্পৃশ্ব মুহি ছাওনা আমারে ॥ ভক্তি করি হরি বল ঘুচিবেক তাপ । নামবলে ভস্ম হবে সকলের পাপ ॥ না বুঝিয়া যেই জন পাপে মগ্ন হয়। হরি নাম বলে তার পাপ হয় ক্ষয় ॥ উপদেশ শুনি যত খাণ্ডবার নারী । প্রভুর নিকটে দাড়াইলা সারি সারি ॥ আসিয়া ইন্দিরা বাই কর জোড়ে কয় । দয়া কর আমারে সন্ন্যাসী মহাশয় ॥ বৃদ্ধ হইয়াছি মুহি কুমৰ্ম্ম করিয়া। উদ্ধার করহ মোরে পদধূলি দিয়া ॥ এত বলি ইন্দিরা ধূলায় লুটি যায়। নামদিয়া প্রভু উদ্ধারিল ইন্দিরায় ॥ হরিনাম পেয়ে তবে ইনিীরা সুন্দরী। গৃহ থেকে বাহিরিল সব ত্যাগ করি। সেই দিন হৈতে যত খাওবার নারী । মত্ত হৈলা হরিনামে চক্ষে বহে বারি ॥
পাতা:গোবিন্দ দাসের করচা.djvu/১৪৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।