পাতা:গোবিন্দ দাসের করচা.djvu/১৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

切でW。 মহাতীৰ্থ পুরী হৈল আনন্দের ধাম । আবাল বনিতা বৃদ্ধ করে হরিনাম ॥ পশু পক্ষী নাচে নাম শ্রবণে শুনিয়া । সম্মুখে সমুদ্র নাচে বাহু পশারিয়া ॥ বুড়া নাচে যুবা নাচে নাচে শিশুগণ । কুলবধূ পথে আসি করে দরশন। একদিকে নদীপতি নাচিতে লাগিল । অন্যদিকে প্রেমসিন্ধু উথলি উঠিল। যেন প্রেমে মত্ত হয়ে বৃক্ষ লতাগণ । হিম পাত ছলে করে অশ্রু বরষণ ॥ নিত্য নব নব মুখ পুরীর মাঝারে । যে দেখেছে সেই জানে কহিব কাহারে ॥ বাজিছে মৃদঙ্গ ভেরী আর করতাল । তার মধ্যে নাচে মোর শচীর দুলাল ॥ বড় পটু রামদাস ভেরী বাজাইতে । এইজন্ত নিত্য আসে কীৰ্ত্তনের ভিতে ॥ বড় ভক্ত রামদাস প্রেম অমুরাগে । ভেরী বাজাইয়া চলে কীৰ্ত্তনের আগে ॥ আনন্দে প্রতাপরুদ্র ছাড়ি রাজ্যপাট । মিশ্রের ভবনে আসি নিত্য দেখে নাট ॥ নগর কীৰ্ত্তনে যবে মহাপ্রভূ যায়। দীনবেশে মহারাজ পেছু পেছু ধায় ॥ দুষ্ট হস্ত উৰ্বে তুলি অঙ্গ এলাষ্টয়া । নাচি নাচি যায় প্ৰভু প্রেমেতে মাতিয়া । আধ নির্মীলিত চক্ষে উৰ্দ্ধভাগে চায়। আছাড় খাইয়া কভু পড়য়ে ধরায় ॥ হরিনামে মত্ত সবে কিবা নর নারী। মত্ত হয়ে কুলবধু ধায় সারি সারি। হাজার হাজার লোক চলে চারি ভিতে । আগে আগে প্রভূ যান লাচিতে নাচিতে ॥ এইরূপে নাম করি দিবস কাটায় । রায় সহ নিরজনে রজনী গোয়ায় ॥ একদিন মহাপ্ৰভু কৃষ্ণ অমুরাগে । মহাবিষ্ণু ধরিতে ধাইলা আগে ভাগে । গোবিন্দ দাসের করচা কোন বাধা নাহি মানে অনুরাগে ধায় । সম্মুখেতে আড়ি বাধি পড়িলা ধরায় ॥ সেই দিন হৈতে প্ৰভু না যায় মন্দিরে। দুর হৈতে প্রতিদিন দরশন করে । দাণ্ডাষ্টয়া প্ৰভু ভোগ-মন্দিরের দ্বারে । এক দৃষ্টে মহাবিষ্ণু দরশন করে ॥ গরুড়ের স্তম্ভোপরি বাম হস্ত দিয়া । দরশন করে প্রভু প্রেমেতে মাতিয়া ॥ এইরূপে কিছু দিন থাকিয়া পুরীতে। অনুরাগে জগন্নাথ লাগিলা দেখিতে ॥ একদিন প্ৰভু মোর মিশ্রের ভবনে। কৃষ্ণগুণ গান করে ভক্তগণ সনে ॥ গোবিন্দ বলিয়া মোরে ডাক দিয়া পাছে। যাইতে কহিলা মোরে আচার্য্যের কাছে ॥ আজ্ঞা মাত্র পত্র সহ বিদায় লইয়া । শান্তিপুবে যাত্রা করি প্রণাম করিয়া ॥ পৃষ্টি হাত দিয়া প্রভু আশিস করিল। মোর চক্ষে শত ধারা বহিতে লাগিল ॥ প্রভু বলে নাহি কান্দ প্রাণের গাবিন্দ। আচার্য্যে আনিয়া হেথা করছ মানন্দ ॥ এই বাক্য গুনি মোর চক্ষে বারি বহে । প্রভুর বিরহ বাণ প্রাণে নাহি সহে ॥ প্রতুর বিরহ বেগ সহিব কেমনে। নিদারুণ কষ্ট আসি উপজিল মনে • ॥ ( খণ্ডিরু ) ইহার পরে ধাহা দটর ছিল তাচার কতকট আভাষ চৈতন্য চন্ত্রেীদয়ে পাওয়া যায়। কিন্তু বেশী পাওয়া যায় প্রেম দাস-কুত চৈতন্ত চন্দ্রোদয় ८कौभूमौष्ठ ।