পাতা:গোবিন্দ দাসের করচা.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা ›ዓ ঐযুক্ত জানন নাথ রায় মহাশয়ের নিকট হইতে কলিকাতা বিশ্ববিদ্যালয় ২ - মূল্য ক্রয় করিয়াছিলেন, তাহ চুরি গিয়াছে। তাহার আর একখানি কিছুতেই সংগ্ৰহ করিতে পারি । নাই। আমার নিকট একখানি ২০০ বৎসরের প্রাচীন স্মৃতির বঙ্গানুবাদের পুথি ছিল, তাহা ঠাও লাগিয়া নষ্ট হইয়া গিয়াছে। এত দিন চেষ্টা করিয়াও তাহার জোড়া মিলাইতে পারিলাম না। পূৰ্ব্বোক্ত গ্রন্থকারগণের প্রায় সকলেই বঙ্গসাহিত্যে লন্ধ প্রতিষ্ঠ। তাহাদের পুস্তকগুলির সমধিক প্রচার ছিল, তথাপি যখন তাহাদের পুথিই দুষ্প্রাপ্য হইয়া পড়িয়াছে, তখন বিরল-প্রচার গোবিন্দ দাসের করচার পুথি চাওয়ামাত্রই পাওয়া যাইবে এরূপ দুরাশ কেহ করিবেন না । হঠাৎ দৈবে মিলিয়া যাইতে পারে এই পৰ্য্যস্ত। প্রাচীন হস্ত লিখিত পুথি তো দূরের কথা, একশত বৎসর পূৰ্ব্বের ছাপা কত পুস্তক এখন একবারে দুষ্প্রাপ্য হইয়া পড়িয়াছে,—তাহাদের তো হাজার—দুই হাজার কপি ছাপা হইয়াছিল! এই প্রসঙ্গে একটা কথা মনে পড়িয়া গেল। এখনও একদল লোক আছেন যাহার বলেন, সেক্ষপীয়র নামে কোন কবি ছিলেন না। যে সমস্ত নাটক র্তাহাকে আরোপ করা হয়, তাহা প্রকৃতপক্ষে বেকনের লেখা। এতৎসম্বন্ধে তাহদের প্রধান যুক্তি এই যে, “সেক্ষপীয়রের হাতের লেখা কোন পুথি পাওয়া যায় না। তিনি ভেনাস এডোনিস্ এবং লুক্রেস্ এই দুইখানি পুস্তক আবুল অব সাউদামটনকে উৎসর্গ করিয়াছিলেন বলিয়া প্রবাদ আছে “কিন্তু সেই আদৎ উৎসর্গ-পত্র কোথায় ?” এই প্রশ্নের উত্তরে জি. এল. পাগ (G. L. Pugh) সাহেব ঠাট্টা করিয়া লিখিয়াছেন “ হস্তলিপি নাই, সুতরাং কোন লিপিই লিখিত হয় নাই।” “হস্তলিখিত পুথি নাই, সুতরাং কোন পুথিই লিখিত হয় নাই।” • পাড়াগায়ের ঘোট । করচার বিরুদ্ধে আন্দোলনের ঢেউ যখন শান্তিপুরে প্রবেশ করিল, তখন পাড়াগায়ে যাহা সাধারণতঃ হয় তাহাই ঘটিল, অর্থাৎ জয়গোপাল গোস্বামী মহাশয়ের শক্রদের কেহ কেহ এ কথাটা লুফিয়া নিয়া রটনা করিলেন যে তিনি গোস্বামী মহাশয়কে বসিয়া বসিয়া এই পুস্তক কল্পনাবলে রচনা করিতে স্বচক্ষে দেখিয়াছেন এবং এই পুস্তক রচনা করার অপরাধে তিনি শাস্তিপুরে এক ঘরে হইয়া ছিলেন। বনোয়ারীলাল গোস্বামী তাহার পিতার বিরুদ্ধে এই অভিযোগের উত্তরে লিখিয়াছেন “ এরূপ প্রমাণও আসিতেছে যে পুথিখানি জাল করিবার জন্য আমরা এক ঘরে হইয়াছিলাম। আমাদের সমাজ যদি.অঁাজ এত বড় জাগ্রত হইত, তবে দেশের দুর্দিন কাটিয়া যাইত।”

  • “No letters preserved, therefore none were written.” No Mss preserved, therefore

none were written.” Statesman, Februiary 10, 1926. 히