छूमिका -২৭ বলিয়া গণ্য করিবেন তাহাদিগকে আমরা দূর হইতে নমস্কার করিতেছি। এই কি প্রেমময় চৈতন্যদেবের মুৰ্ত্তি ? ইহ। যদি তাহার বিকৃতি না হয়, তবে আর বিকৃতি কাহাকে বলিব ? চৈতন্যদেব সন্ন্যাস-গ্রহণের পূর্বরাত্রে তাহার ফুট সহচর লইয়া রাত্রি যাপন করিয়াছিলেন, লোচন দাস কিন্তু লিখিয়াছেন তিনি বিষ্ণুপ্রিয়ার সঙ্গে সে রাত্রি বাস করিয়াছিলেন। শুধু তাহাই নহে, উভয়ের দাম্পত্য মিলন প্রসঙ্গে ষে সকল কথা উল্লিখিত হইয়াছে, তাহা বৈরাগ্যপ্রেমের প্রতিমূৰ্ত্তি চৈতন্যদেব সম্বন্ধে সন্ন্যাসের পূৰ্ব্বক্ষণে নিতান্ত অশোভন, অবিশ্বাস্ত ও অসঙ্গত। অথচ এই সমস্ত নিতাস্ত কাল্পনিক উপাখ্যান এবং অলৌকিক লীলা র্যাহার ঐতিহাসিক ঘটনা বলিয়া গ্রহণ করিতেছেন, তাহারাই গোবিন্দদাসের অতিক্ষুদ্র খুটি নাটি কথার অপ্রামাণিকতা লইয়া নৈয়ায়িকের মত স্বক্ষ তর্ক উত্থাপন করিতেছেন। ইহাদের বিশ্বাসকেও বলিহারি, অবিশ্বাসকেও বলিহারি । প্রাচীন বৈষ্ণব-সাহিত্যে গেীরগণোদেশ এবং দিগদর্শনী নামক অনেকগুলি সংস্কৃত ও প্রাচীন বাঙ্গালা পুথি পাওয়া যায়। তাহাতে মহাপ্রভুর পাশ্বচরগণ কে কাহার অবতার তাহা স্পষ্টরূপে নির্দিষ্ট হইয়াছে। এই অবতার ব্যুহের • কিঞ্চিৎ নিদর্শন পাদটীকায় দেওয়া গেল। যে সকল শিক্ষিত বৈষ্ণব গোবিন্দদাসের বিরোধী তাহাদের অনেকেই এই অবতার-বাদ
- নাম অবতার নাম অবতার।
১ । মাধবেন্দ্র পুরী কল্পবৃক্ষ । ৫১ । মীর্ণব লীলাবতী । ২৭ ঈশ্বর পুরী উজ্জ্বল অবতীর । ৫২। বাসুদেব ,ঘাষ গুণবতী । ৩। কেশব ভারতী সন্দীপনি মুনি। ৫৩। শ্ৰী জীব বিলাস মগ্নয়ী । ৪ । গঙ্গাদাস ও সুদৰ্শন বশিষ্ঠ । ৫৪। কুষ্ণদাস কবিরাজ কস্তরি মঞ্জরী। ৫ । শচীদেবী যশোমতি । . o ফুকুতি (শিবানন্দ সেনের স্ত্রী) ৬। হাড়াই পণ্ডিত বাসুদেব । বিন্দুমতী । ৭ । মালিনী অম্বিক, ধাত্রী জননী ৷ | ৫৬ ৷ পরমাননা উদ্ধব । ৮ । বনমালী আচার্য্য বিশ্বামিত্র । ৫৭ । জগদানন্দ সত্যভামা । ৯ । বিষ্ণুপ্রিয়া রুক্মিণী । ৫৮। দামোদর শৈব্যাদেবী । ১০। শ্রীচৈতন্তচন্দ্র শ্ৰীকৃষ্ণ । ৫৯ ৷ শঙ্কর সুভদ্রা । ১১ । নিত্যানন্দ বলদেব । ৬০ ৷ দময়ন্তী গুণমালা । ১২ । বসুধা ও জtছুবী সদাশিব । ৬১। রাঘব পণ্ডিত १निर्छ । ১৩। অদ্বৈত গোসাঞি সদাশিব । ৬২। শুক্লাম্বর যাত্তিক ব্রাহ্মণ । ১৪। স্ত্রীরঘুনন্দন অপ্রাকৃত কন্দপ । ৬৩। জগদীশ ও হিরণ্য দাস মাজ্ঞিক পত্নী । ১৫ । বক্রেশ্বর পণ্ডিত চতুৰ্বহ । ৬৪ । ভগবান আচায্য প্রভুর কলা । ১৬। শ্ৰীবাস নারদ । ৬৫ । বনমালী পণ্ডিত মালা মুসলধারী ১৭। মুরারিগুপ্ত হুকুমান । ৬৬। গরুড় পণ্ডিত গরুড় । ১৮। পুরন্দর অঙ্গদ । " ৬৭। গোপীনাথ অকুর । ১৯ । গোবিলদাস সুগ্ৰীব । ৬৮ । বদনানন্দ বংশী ।