পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ লীলামৃত । לא প্রবেশ করয়ে যদি, পুষ্ট স্নিগ্ধ হইবে তখন ॥ন জানিশ্লোকীর্ণ গণ, যৈছে তৈছে সংঘটন, করি গুরু বৈষ্ণব বন্দিয়া । গোবিন্দ লীলামৃত সাই, নিগূঢ়ার্থগণ তার, পাণ্ডুতহে ন বুঝয়ে ইহ৷ আমি অতি তুচ্ছমতে; না জানিয়ে স্থান স্থিতি, ভাল মন্দ বিচার উদ্দেশে। শুনি কৃষ্ণ গুণ তথি, বিহ্বল হইল মন্তি, গায় যদুনন্দন হরিষে। এবে কহি গুরুবৰ্গ বৈষ্ণৰ বন্দ্রনা। যাতে সৰ্ব্ব সুখোদয় মঙ্গল ঘটনা। বন্দনা করিব মাত্র এই মোর সাধ। ক্রম বিপর্য্যয় না লইবে অপরাধ। - যথা রাগঃ ! বন্দো গুরু পদতল, চিন্তামণিময় স্থল, সৰ্ব্ব গুণখনি দয়ানিধি। মাচাৰ্য্য প্রচুর সুতা, নাম হীল হেমলতা তাহার স্মরণে সৰ্ব্বসিদ্ধি । আগেয়ান অন্ধকারে, পতন দেখিয়া মোরে, জ্ঞানাঞ্জন দিলা দয়াকরি । তাহার করুণা হৈতে, নেত্ৰ হৈল প্রকাশিতে, দূরে গের অন্ধকারাবলি ॥বন্দো ক্রম চাৰ্য্য প্রভু,আমার প্রভুর প্রভু, তার পদে কোটি, পরণাম। বন্দো গোপাল ভট্ট নাম, রাধাকৃষ্ণ প্রেমধাম, পরাপর গুরু রুপাধ্যম ॥বন্দো প্ৰভু গৌরচন্দ্র,সকল আনন্দ কন্দ, পরমেষ্টি গুরুতিহ হয়। যেহে কৃষ্ণপ্রেমবন্যা,দিয়ু কৈল ক্ষতি ধন্য, অনন্ত প্ৰণতি তার পায়। বন্দো তার ভক্তগণ, তার গুণ অনু ক্ষণ,রোন মিশালে যেই গায়। না জানয়ে নিশিদিশি,গৌর প্রেমরসে ভাসি, কম্পতরু সম কৃপাময় ৷ বন্দো নিত্যানন্দ রায়, গৌর প্রেম যার গায়, অনেক প্রণাম করি তীরে। বন্দো তাঁর ভক্ত তক্তি, সদর হৃদয়’অতি,প্রেমের সাগরে রেহে৮