গোবিন্দ লীলামৃত। ?ᏫᎼ চিত্ত নটরাজ শ্রেষ্ঠ দি চঞ্চলে । রাই তনু নট তোষে আলিঙ্গন করে। কৃষ্ণ কহে প্রিয়ে শীঘ্র আগমন হৈতে। বেশ বিপৰ্য্যয় সব হয়েছে তনুতে ৷ তোমার চঞ্চল্য বেশ দেখি মোর মন। পুনঃ বেশ করিবারে করয়ে যতন । আগে আইস অঙ্গ বেশ ভালমতে করি। পরশ ইচ্ছায়ে যবে ঐছে কহে হরি l৷ गङ् म হইলারাই চঞ্চল নয়নে। দেখি সুখি হৈলা কৃষ্ণ বঙ্কিম বয়নে লজ্জ। শঙ্কা বাম্য রাই কৈল আকর্ষণ । লুকাইয়া বাম্যে চলে কুসুম ব্রোটন। দেখি কৃষ্ণ শীঘ্ৰ আসি পথ রুদ্ধ কৈলা । ঈর্ষ। ক্ৰোধ আসি রাই মনে উপজিল। অধরে চাপল্য ষ্মের ভ্ৰ,ভ ঙ্গী করয়। কিলকিঞ্চিতাদি ভাব করিলা উদয় । এইৰূপ রাই নেত্ৰ বদন দেখিল। সঙ্গ হৈতে কোটি সুখ কৃষ্ণ যে পাইলা ॥ কেশর কুসুম বৃক্ষ নিকটে আছিল । সম্ভ মে তাহার ডাল রা ধিক ধরিলা ! কুসুম রোটন ছলে ভাবের বিকারে । অবশ হইল তনু আচ্ছাদন করে। প্রফুল হইল বৃক্ষ কৃষ্ণ প্রফুল্লিত। বৃক্ষ স্পর্শে হৈল কৃষ্ণ সুবাহু বিদিত । তরুণ বয়েস কাম গুরু পড়াইল । সতীর্থে বিবাদ এবে করিতে লাগিল ॥rষ্টহাতে নাহি ক দোষ শুনহ বিশেষে । নৈয়ায়িক গুরু সঙ্গে ন্যায় উপদেশে কৃষ্ণ কহে মোর পুষ্প তোলে কোন জন কেহ নহে কহে রাই আমি সে কারণ। কৃষ্ণ কহে তুমি কেবা কহ সবিশেষ । রাধি কণ কহেন আমি ন জানি উদ্দেশ। কৃষ্ণ কহে আমি নাহি জা নিয়ে তোমায়। রাই কহে তব শুভ কর সৰ্ব্বথায় ৷ কৃষ্ণ কহে ভূঙ্গ আমি যাব কোন স্থানে। রাধিক কহেন যথা ভ্রমরিক গণে ৷৷ কৃষ্ণ কহে তুমি সেই পুষ্প লোভি দেখি । এত কহি কাছে আসি কহে হয়ে সুখন মুগাধ সংকুলবধূ পুষ্প চুরি কর । সাষ্ট্র হয়ে পুরুষেত লজ্জা নাই ধর। আশ্চৰ্য্য দেখিল
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১০৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।