8 গোৱিন্দ লীলামৃত । ভারে ৷ আচার্য অদ্বৈত পায়, প্রণাম করিয়ে তায়, গৌরচন্দ্র বিহু স্মৃতি নাই। বন্দো তার ভক্ত যত, যে লয় আচাৰ্য্য মত, যাতে হৈতে গৌরচন্দ্ৰ পাই। বন্দে ৰূপ সনাতন, সৰ্ব্বদা বিন্ধ ল মন,রাধাকৃষ্ণলীলারস রঙ্গে বহুশাস্ত্রগণ আনি, প্রকাশিল সার জানি, রাধাকৃষ্ণ প্রেমের তরঙ্গে । বন্দ ভট্ট রঘুনাথ, বন্দ দাস রঘুনাথ,বন্দমার ত্রজীব গোসাঞি। বন্দরায় রামানন্দ, গদাধর প্রেমকন্দ,বন্দ আর স্বৰূপ গোসাঞি। বন্দ শ্ৰীমুকুন্দ দাস, বন্দ নরহরি দাস, বন্দ আর ঐরঘুনন্দন ৷ শ্ৰীখণ্ডেতে যার বাস, গৌর প্রেম সূখোল্লাস, যার শীল ভুবন বন্দন৷ ঠাকুর পণ্ডিত পায়, বন্দনা করলে তাঁয়, সদা রহে প্রেমানন্দ পুর গৌরাঙ্গ জীবন যার, কে কহিবে গুণ ভার, যার নামে পাপ যার দূর ৷ বর্বিতে বিলম্ব হয়, গ্রন্থ বাঢ়ে অতিশয়, না জালিয়ে বন্দনার ক্রম । আপন পবিত্র কাযে, নাম গাই গ্রন্থ মাঝে, নাশাইতে মনের বিভ্রম সকল বৈষ্ণবগণ, দৃশ্বাদুশ্ব যত জন,সবার চরণ ধূলী যন্ত আপন মন্তকে কর, হরৰিত হৈয়া ধরি, প্রত্যেকে বন্দিব আর কত ৷ আচাৰ্য্য প্রভূরগণ, পরিবার যত জন, প্রণমহ সবার চরণে ! আমি অতি সুপ৷ মর, মোরে কৃপাদৃষ্টি কর, দন্থে তৃণ করেণ নিবেদনে। পতিত তারণ কাযে,সবে অইলা ক্ষিতি মাঝে, সবে হয় দয়ার সাগর সংসার সাগরানলে, পড়িয়া কাকুতি করে, এযদুনন্দনে পার কর । ঐগুরু গ্ৰীপদ দ্বন্দ করিয়া বন্দন । সংক্ষেপে কহিব কিছু কৃষ্ণ লীলাক্রম বুদ্ধিহীনমূখ শাস্ত্র জ্ঞানশূন্য বড়। ভাল মন্দ
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।