পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ जैौनामृड ! :్ఫev9 আমার সুখদায়ি সিংহাসন সব কুঞ্জাগার। পুরুষের গম্য বাৰ্ত্ত এই কুণ্ডে নাই। সখী সঙ্গে রছি এথা আনন্দাবগাই ॥ কুসুম তুলিৰ হেথা মিত্ৰ পুজিবারে। নিষেধ করয়ে হেন গৰ্ব্ব কেবা ধরে ৷ পর রাজ্যে আসি নিজ রাজ্য করি বল। লজ্জা ভগবতী ৰুঝি তোমারে তেজিল ৷ বটু হঞা ঐছেকৰ্ম্ম না হয় উচিত। অবলার পুষ্প ৰনে স্বচ্ছন্দ চরিত। পশুপাল সঙ্গে তুমি পশুর চারণে। পশুপাল সঙ্গে করি যাও অন্য বনে। রাই মুখশশি হাস্য সুধা সুশীতল চঞ্চল কুরঙ্গ জাঁথি আবে হর্ষ জল। নৰ্ম্ম সুধাপান কৈল খ্ৰীকৃষ্ণ চকোর। সখী দৃষ্টে চকোরিণী অতৃপ্তি বিভোর ॥কৃষ্ণ স্পর্শে ভয় পাঞরাধা কমলিনী কটাক্ষ উৎপল মালা কৃষ্ণে দিল আনি ॥ অব্যক্ত ভৎসন উক্তি করিয়া কুরিয়া। দুই তিন পদ চলে জৰজ্ঞা করিয়া। তবে কৃষ্ণ স্ত্রীরাধার অঙ্গের নৰ্ত্তন। দেখিবারে করে বাঞ্ছা কথ কাকর্ষণ। তাহা দেখি স্ত্রীরাধিকার জু কামধন্ত। সোন চক্ষুকোণ বাণে বিন্ধে কৃষ্ণ তনু ৷ কৃষ্ণ হস্ত দূরে করি কঞ্চক লুইল। নীলপদ্ম দিয়া ধনী শ্ৰীকৃষ্ণে তাড়িল । সে তাড়নপাঞ কৃষ্ণ আনন্দিত ভেলা। ৰেঙ্গ ৰাষ্প পুলকাদি কৃষ্ণ দেহে হৈলা৷ ঐরাধিক কৃষ্ণ হন্ত নিরস পাইয়া । প্রফুল্প হইল তন্টু দ্বিগুণিত ভূঞা । কঞ্চক। আপনি পড়ে ৰন্ধন ছিড়িয়া। নীৰি শ্লথ বস্ত্র রহেনিতস্কেলাগিয়া।অতি সূক্ষরত্তাপ অন্তপন স্তন লাগিয়ারলি অঙ্গে স্বেদের কারণে। কৃষ্ণ হন্ত ধরে ধনী এক হস্ত দিয়া । আর হন্তে নীবিবন্ধ রাখেন ধরিয়া। সখীগণ লোল চক্ষু হাস্যানন দেখি নীৰিবন্ধে দক্ষ হন্ত বিহস্তুে নাসকি । আনন্দ আবেশে বত্বে বান্ধে নীবৰন্ধ। কৃষ্ণ এই অবসরে লুটে কুচ কুম্ভ। হীরাধিক নীৰিবন্ধ কিছু বদ্ধ করে। অন্য হস্তে কৃষ্ণ