পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(शाबिन्म औलायूछ। X& য়। তভো আইলা ত্বর করি। মনোরথ পুর্ণ হৈল ভাগ্যে যে তোমার। বংশী লয়্যা কর যায়্যা ধৃনি পরচার। গোপনারী গণ সব আহ্বান করহ । আনিয়া তা সৰ সঙ্গে সুখে বিলসহ নিজ হর্ষে পরাকুল সতীব্রত যন্ত। ধূংসন করিতে ছল কর কতং n সংগোপনে নিজ বংশী আপনে থুইয়। এই ছলে ফির নারীগণে পরশিয়া ॥এত কহি চক্ষুদ্বারে ইঙ্গিত করি স্না। ললিতার স্থানে বংশী দিলেন কহিয়া । ললিত আনিয় তাহ অত্যন্ত স্বরাতে। থাইলেন বংশী কুন্দল তার হস্তেতে ৷ কৃষ্ণ জ্বারে ছাড়ি আইসে ললিতার ঠাঞি । হুহুঙ্কার শব্দ করে ললিতা তথাই। ক্রোধ করি কহে এথা কেন আগমন । চাতুরি করিয়া আমা করিতে স্পর্শন। যদি বংশী না থাকয়ে আমার স্থানেতে। তবে খৃষ্ট তার ফক্স পাবে ভাল মতে। আমার সকল সহচরী রাধিকার পাদস্পর্শ নাহি করি চিন্তামণি ভার। শুকান বাসের কাঠি হরিব বা কেন । কি কাৰ্য্য অtছয়ে এক হস্ত কাঠি খান 1 ছিদ্র পূর্ণ রসহীন কঠোর অন্তর। যাহার ধূনিতে ব্যস্ত,হর চরাচর। হেন বংশী যদি তোমার হস্ত হৈতে গেল। অত্যন্ত মঙ্গল তবে সবার হইল । স্বচ্ছন্দে অবল1করু গৃহ ধৰ্ম্মগণ স্বস্থানে থাকু ক নীবি কুন্তল বন্ধন । কুরঙ্গ কুরঙ্গ সঙ্গে তৃণ খাউসুখে। নদীতেব হুক স্রোত না হউক বিমুখে। জলে মগ্ন কন্যাগণ শীতে দুঃখ দিলা। বাস ভূষা যা সবার হরিয়া লইলা। সেই অপরাধে বাঁশী গেল হারাইয়া । পরে দুঃখ দিলে দুঃখ লভয়ে আসিয়া ৷ শুকান বাসের কাঠি হন্তেক প্রমাণ । অন্তরে বাহি রে ছিদ্র কি তার বাখান। গোকুলাধিকারী কৃষ্ণ সৰ্ব্বস্ব মানিয়া হাহাকার করি চিন্তু ইহারি লাগিয়া ৷৷ কহ এই ধন কেবা গোপ