ᎼᎽv গোবিন্দ লীলামৃত। নষ্টোদেশী বিনে তার প্রাপ্তি নাহি হয়। অতি উগ্র তাতে ধন শীঘ্ৰ নাহি মিলে । সুযুক্তি করিলে তাতে ধরয়ে সুফলে। শুনিয়া চম্পকলতা কহে বিশাখারে। অর্থ লোভী নষ্টোদেশী বুঝিয়ে প্রকারে ৷ বহু ধন ব্যয় কৃষ্ণ বংশী পৰ্ব্ব বাদে ! কেন না করিৰে ক্ষুদ্র দ্রব্যখানি সাধে। শুনি তুঙ্গবিদ্যা কহে শুন মোর বাণী বংশীক সৰ্ব্বস্ব কৃষ্ণেয় আমি ইহা জানি ॥ষে তার উদ্দেশ কহে আগে মিত্র হয়ে। আত্মীয়তা বাঢ়ে পাছে বহু ধন পায়ে । যে লইল সেই জন বহু দণ্ড পয়ে । এই সব নীত কাৰ্য্য বুঝি সৰ্ব্বথায়ে ৷ শুনিয়া বিশাখী কহে শুন কৃষ্ণ তৰে । তারে কিবা দিবে যে উদ্দেশ করি দিবে। চুরি যে করিল দণ্ড কি করিবে তারে । জানি হিত উপদেশ কহি যে তোমারে। তাহা শুনি কৃষ্ণ কহে শুন মন দিয়া । যে আমার বংশী দিবে উদ্দেশ করিয়াi৷ তারে দিব এই নিজ হৃদি মণিমালা। চুম্বক রতন দিব করমর্দ ফল। ষে জনা হরিল তার ভূষণ লইৰ। অম্বর তারুণ্য রত্ন ঘটদি লুটিব। বাহুপাশে ৰান্ধি তারে দণ্ড করিবারে। প্রবেশ করাব কাম কুঞ্জকারাগারে। এত শুনি বিশাখিকা হাসি পুনঃ কহে। ব্রজরাজ পুত্ৰ তুমি অযোগ্য কি হয়ে ৷ কৃপণতা ইথে যদি না করহ তুমি তুয়া করে আ! ইল বংশী কহিলাম আমি । আমার উদ্দেশে বংশী প্রাপ্তি নাহি হয়ে । কুন্দলতা উপদেশে তৎকাল মিলয়ে"। তৰে কুন্দ লতা প্রতি কহে বিশাখিকা ৷ লাভ ভাগ্য তোমার আজি দেখিয়ে অধিক ৷ নিজ দেবরের বংশীদেহ উদেশিয়া। স্থল ভ উৎকোচ লহ মহা সুখি হৈয়৷ ৷ তবে কুন্দলত কোন কথ। ছল ধরি। রাধা বিশাখিক সনে যুক্তি যেন করি। এইৰূপে রাখে বাঁশী তুলসীর করে। অতি সংগোপনে রাখে কৃষ্ণ নাহি
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।