পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২০ গোবিন্দ লীলামৃত। চাতুরি। মিত্রপুজা না করিতে ক্ষত কেন কর। দেব লোক ধৰ্ম্মে তুমি শঙ্কা কি না ধর । কৃষ্ণ কহে শুন রাধে আমার বচন। আমিহ না করি দোষ না করে দশন ৷ তুমি দোষ কৈলা বিন্দ, চিবুকে ধরিলা। এত সৰ কথা এই কারণে হইল। চিবুকে রহিয়া বিন্দ, দেখিল আমারে। মিত্র বলি আইসে বিন্দু, আম মিলিবারে। আমার দশনে আইসে তোমা শঙ্ক করি। দশন দংশন এই কারণে উচ্চারি। তাহ শুনি কুন্দলত কহে ভাল হৈল । করিণী করীতে দুই জনে মিলন হৈল । বংশী বলি দেখি ঈৰ্ষা করিয়া দশন । বিন্দু আদি ধরে নাম ধরিয়া দংশন। গুণি অাগে গুণি যদি আগমন করে। মণিমালা দিয়া সেই গুণি পুজা করে ৷ এইৰূপে কুন্দলত নানা ভঙ্গি করি। কহয়ে কতেক কথা বিবিধ চাতুরি। তাহ শুনি কহে তীরে রাই সুবদনী । দৈবের শিশিরে ফুল্ল কুন্দলত জানি । অৰুণ অধর তার দশন কুসুমে । পুজা কেন নাহি কর বল কেন আনে ৷ শুনি কুন্দলত কৃষ্ণে কহে ক্রুদ্ধ হৈয়া এথা হইতে যাহ বস্ত্ৰ ভূষণ রাখিয়া৷ মুখর মুখরানান্ত ললিত প্রখর। অনেক প্ৰগলভ সঙ্গে তুমি সে একেলা। মৃদ্ধ প্রায় ভীত ভূমি কি কায এথাতেই পলাইয়া রহ গিয়া সখার সহিতে। পরের পুরুষে চিত্ত লোভিয়া সবার। তেজিয়াছে সব ধৰ্ম্ম অধৰ্ম্ম ৰি চার। আমাকেও নিজ সঙ্গি করিবারে চায়। কৃতাৰ্থ করিতে করে নানান উপায়। ধৰ্ম্মনিষ্ঠ আমি সাধু বিমল আশয়। দেবর সম্ভাষা বাল্যে হৈতে যোগ্য হয়। হেন আমি আমাকে ফেছুরুক্তি করিয়া। দুঃখ সব দেন আমি সহি কি লাগিয়া । বিশাখাতে বদ্ধ অীছি উৎকোচ লাগিয়া । বদ্ধ বিমোচন কর তারে তাহ দিয়া। শুনি কৃষ্ণ কহে হাসি আইস বিশাথিকা ।