পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ লীলামৃত। >ミ> গ্রহণ করহ রত্ন উৎকোচ অধিক৷ ইহা কহি তীরে হাসি কৈলা আলিঙ্গন। হাসি সব সখী আসি কৈলা আবরণ। অন্যোন্য কলহ ভেল মল কোলাহলে 1 রাই লুকাইলা গিয়া কুঞ্জে এইকালে iহপূর কিঙ্কিণী আদি যত্নে মূক করি। প্ৰৰে শ করিলা রাই নিকুঞ্জ ভিতরি । তাহ দেখি অতি শঙ্কা পাই লা তুলসী । বংশী রাখে বৃন্দ পাশে সঙ্গোপনে আসি ৷ বংশী পাঞা বৃন্দাদেবী অতি সুখি হৈলা । হৃদয়ে রাখিয়া বাঁশী কহিতে লাগিল। ক্ষুদ্র বংশে জন্ম হৈয়া বংশশ্রেষ্ঠ হৈলা । যত২ বংশ সব সদ্বংশ করিলা ৷ তোমার লাগিয় এত কৌতুক হইলা রাধাকৃষ্ণ সখী সনে মহাসুখ পাইলা । এথা সখীগণ হাস্য চঞ্চল নয়নে । আক্ষেপ করেন কৃষ্ণে গদগদ বচনে। কৃষ্ণ বাহু বদ্ধ হৈতে বাহিরে আসিয়া । বিশাখ কহেন ক্লষ্ণে ঈষৎ হাসিয়া । বংশীর উদেশ তোনার আমি না কছিল । এইত কারণে আমি উৎকোচনা লৈল কুন্দলত কৈল তোমার বংশীর উদ্দেশ । তাহারে উৎকোচ দেহ ষে হয়ে বিশেষ। তারে কহি তবে কুন্দলতারে কহয়। প্ৰগলভ হইয়। কেন হৈলে মুগ্ধ প্রায়। দেবরের ধন ভূয় অন্য ঠাঞিযায়। ঈষ মালিন্য কেন ইহাতে না হয়। তাছা শুনি কুদলত। হাসিয়া কচয় । নিজ দেবরের ধন অনেক আছয়। ধনের বদান্য হয় আমার দেবর। দ্বিজে দান করে পাঞ আনন্দ অন্তর । তাহাতে নিষেধ কৈলে অতি পাপ হয়। নিষেধ:না করি আমি সেই পাপ ভয় ৷ দান দিতে কেহ যদি নিষেধ করয় অধমের অধম সেই শাস্ত্রে এই কয়। প্রতিগ্রহ লৈতে কেন সবে শঙ্ক। কর । দ্বিগুণ করিয়াধন কৃষ্ণ আগে ধর । ইংখনি