গোবিন্দ লীলামৃত । ১২৩ স্বিনী পলায়ে গোবিন্দ ভয়ে সুপন্ন বদনী দ্বারে আসি দেখে লাগি রহিল কপাট ভঙ্গ হৈল বুহিদ্বারে গমনের ঠাট । শ্বাম গোরী বলে ধরি সেজে লয়্যা গেলা । দুহুং পরশেতে আনন্দ বাঢ়িল। অনঙ্গ-অনলে তাপি শুমি মন্তকর । রাই সুধানদী পাঞ আনন্দে ৰিহরি॥নীবিকঞ্চলিক বন্ধ সব মুক্ত কৈল। হস্তাকৰে কঙ্কণাদি বাজিন্তে লাগিল। বৰংবংশী দদদেহ ঘন বোলে হর। পরম উল্লাস কথ। গদগদ উচ্চারি । তারুণ্যাদি ধন কৃষ্ণ আত্মসাৎ কৈলা । তাহ রক্ষা লাগি ধনী অতি ব্যগ্র হৈলা কৃষ্ণ নিজ ধাষ্ট্যসৈন্য বাহু পরাজয়। দূরে কৈল ধৈর্য্য লজ্জা বামত আলয়। প্রগাঢ় আনন্দ যবে হইলা দু হার । নিজ২ পৌরষতা আরম্ভে অপার শীৎকার অকুঞ্চিত কণ্ঠ কুজ তাদি যত । পীযুষ উৎকর ধারা বহে বতং । অন্যোহন্য আগ্রহ নৰ্ম্ম পুৰ্ব্বকারি করি । দুহু দোহ। বেশ করে চিত্তামোদ ভরি। রাধিক মাধব সঙ্গে নিকুঞ্জ বিলাস। এইমত নানা ক্রীড়া রসের উল্লাস ৷৷ জয় জয় রাধাকৃষ্ণ কেলীমুমঙ্গল । শ্রবণ নয়ন মন আনন্দে কেবল ॥গোবিন্দ চরিতামৃত নিতুই নুতন। বিচারিতে মিলে মহাই প্রেমধন। এইত ৰহিল রাধাকৃষ্ণের বিলাস। সখী সঙ্গে কতং হাস্য পরিহাস । সদা শুন গোবিন্দ চরিতামৃত কথা । রাধাকৃষ্ণ প্রেম ধনমিলিবে সৰ্ব্বথা। রাধ। কৃষ্ণ পাদপদ্ম সেবা অভিলাষে । এ যদুনন্দন কহুে মধ্যাঙ্কু বিলাসে । ইতি শ্ৰীগোবিন্দ লীলামৃতে দশম স্বৰ্গ: 7Taf3:u>• ii
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।