ン 있 3 গোবিন্দ লীলামৃত । নাদীমুখী মনুস্তাৰ্থ সভাখ সখীন, মাগত্যতাৎ মুরলিকাং হৃদিনিহ্নবাল । বৃন্দাব্রবীন্ধনুগতে ব্ৰজকাননেসেী, সখ্যে নিবেদ্যমিহ নাবনয়োঃ পদেহস্তি । জয়ং শ্ৰীকৃষ্ণ চৈতন্য দয়ানিধি। জয় সনাতন প্রিয় ৰূপ সুখবিধি ৷ জয় দাস গদাধর প্রাণ প্রিয় প্রাণ। জয় স্বৰূপের প্রিয় রঘুনাথ ত্ৰাণ ! কৃপাকর কৃপানিধি লইনু শরণ । দুৰ্ব্বাসন ছাড়ি সেবে তোমার চরণ। স্তব করে চতুর্মুখে শঙ্কর ভাবক সহস্র মুখে গায় গুণ মহেন্দ্র সেবক। চেন তুমি তোমাকে জানিতে শfর কার । তোমার মিলন হেতু করুণ তোমার। এমন তুল্ল ল জন্ম মনুষ্য শরীর। অহঙ্কারে বৃথ। গেলা বিধাতা শুধীয় । যে জনা সকল ছাড়ে চাহে ভজিবারে ; তোমার জারণ মায়। সদ। তারে তাড়ে । কে আছে এমন ধীর সে তাড়ন সাহ ! তোম। ভজে আপনার চিত্তস্থির রহি। অধৈর্য্য মানস মেীর, মা মানয়ে বাণী ৷ রূপাগুণে বান্ধি রাখ স্বচরণে আনি ৷ এবে কহে গোবিন্দ বিলাস মনোরম। যাহা শুনি সুখি হয়ে শুদ্ধ ভক্তগণ৷ নান্দীমুখী সঙ্গে কার বৃন্দ হর্ষ মানি। আসিয়া সখির মধ্যে পুছেন কাহিনী ৷ বংশী রাখে নিজ হৃদি বসনে বর্ণপিয়া । রাধাকৃষ্ণ কোথা গেল পুছেন আসিয়া । নিবেদন আছে কিছু দোহার চরণে। এমতি পুছিল যদি বৃন্দ সখী স্থানে। সখীগণ কহে তারা কলহ করিয়া। অনঙ্গ রাজার স্থানে ন্যায় বুঝে গিয়া । বল নিবেদন তোমার কিবা সে আছয় না কহিবে যদি অতি গোপনীয় হয়। কুঞ্জ পট গৃহে তবে করহ গমন । তথাই যাইয়া তারে কর নিবেদন । এমতি শুনিলা যদি বৃন্দা সখীমুখে। কহিতে লাগিল। তবে পাঞা বহুমুখে ।
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।