১২৩ গোবিন্দ লীলামৃত । কাইয়া রহি যদি যায়্য। কোন স্থানে। তবে কৃষ্ণে ভঙ্গি করি দেখাহ সেখানে। সঙ্গে রহি যদি তবে কটু বাণী বৈল । অত এব তুয়া সঙ্গ কেমনে হইল'। লুকাইয় ছিল গিয়া কুঞ্জের ভিতরে। দেখাষ্টয়াছিল স্থান মত্ত ভুজঙ্গেরে! মোর অঙ্গ পর শিতে চঞ্চল আইসে। কণ্টক লতার মাঝে করিনু প্রবেশে । তবে অাম রাখে. সখী কণ্টক লতিকা । নহিলে কি জানি আজি হইত রাধিক ৷ এই মত মিষ্ট কথা কহে নিতস্বিনী । শুনি কুন্দলতা কহে পরিহাস বাণী। যে কহিলে সত্য রাধে অসত্য ন হয় ৷ কণ্টকলতিকা রক্ষা, তোমারে করয়। কৃষ্ণ অঙ্গে তার চকু দেখি ব্যক্ত ৰূপ। কণ্টক নখেত ক্ষত সকলি অনুপ। তোমা রক্ষা লাগি লতা কৃষ্ণাঙ্গ আঁচটে। অযোগ্য না হয়ে সর্থী রাখয়ে শঙ্কটে। তাহার মধ্যেত আর বৈচিত্র দেখিল । তোমার তনুতে কেন বহু চিকু দিল। গোপাঙ্গন। যুবতী লম্পট কৃষ্ণচন্দ্র। চন্দ্রাবলী উরে ধরে নহে কিছু মন্দ। তুমি তাহ। কেন বা ধরিলে নিজ উরে। এ দুই বোলের মোরে কহত উত্তরে।এইমত কুন্দলতার বচন শুনিয়া। কহয়ে ললি ত। দেবী শুন মন দিয়া । পুরুষ পরশ ভয়ে ধনী ব্যগ্ৰ হৈয়। লতা মাঝে প্রবেশয়ে শীঘ্ৰগতি যাঞ । তাহাতে কণ্টক ক্ষত দরিদ্র কি হৈল । তাহাতে তোমার শঙ্কা কেন উপজিলা। প্রত্যঙ্গ বর্ণন লতার শ্রবণ করিতে । কৃষ্ণ চিত্তে ভাব পুঞ্জ হই লাউপস্থিতে । শ্রবণ উৎকণ্ঠ দেখি সব সখীগণ করতে অtয়ন্ত কৈলা রাধাঙ্গ বর্ণন নিজ২কবিতা যে রসালা করিতে । রাধাঙ্গ মধুরি গন্ধ কৈলা সুবাসিতে। যদ্যপিহ নিতস্বিনী দৃশে নিবারয়। কৃষ্ণ সুখ লাগি তৰ্ভু, সখ্যাঙ্গ বর্ণয় । গোবিন্দ মুখরিবিন্দ মৃদ্ধমন্দ হাসি। সেই মকরন্দ পানে সখী সব ভাপি
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।