পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ লীলামৃত । جاك لا তীক্ষ কামটঙ্ক । লিখে কৃষ্ণ বক্ষ তটে নানা नृन्न अझ II क्लषः বক্ষ তট নীল রত্বের কপাট । উল্লাসে লিখিলা তাতে নানা চিত্র ঠাট । রাধিকার বাহু হেম মৃণাল সমান। অগ্রে কর যুগ পদ্ম ধরে অনুপাম । কণিকা ধরয়ে বাহু মূলে অধোমুখে। তার তলে কুচ বিল,ধরে কৃষ্ণ সুখে । কামার্থিসাগর কৃষ্ণ তার ণ কারণে। রাধা হেম নৌকা বিধি কৈল নিরমাণে । নৌক৷ দণ্ড আছে নাভি উদ্ধ, রোমাবলি ! কেরোয়াল যুগ বাহু অদ্ভ, ত মাধুরী। রাধিকার পাশ্ব দুই সৌন্দৰ্য্য কন্যক । কৃষ্ণ পাশ্ব মাধুৰ্য্য পত্র বরণে উৎসুক ॥দক্ষিণ আর বামে দুহু ক্রম বিপ র্য্যয়ে । বিহার লাগিয়া তৃষ্ণা বাঢ়য়ে ছিয়ায়ে । রাধিকার পৃষ্ঠ ভেল বেণী লম্বমান । কহনে না হয় শোভা অতি অনুপাম হেন বুঝি হেমপাটে কন্দৰ্প লিখন । কিম্বা হেমপাঠে কাম ধরে অস্ত্রগণ ॥ কিম্বা মনমথ হেম ভূণেত করিয়া । নাগপাশ অস্ত্র রাখে সুছান্দ করিয়া। বর্ণনীয় নহে শোভা পৃষ্ঠালম্ব বেণী । যত কিছু কহি কেহ তুল্য নাহি গণি ॥ রাধিকার অংশে দুই বনি করিগণ গিরিধর ইস্ত ভাবে নয় অনুক্ষণ। আমার মতে তে আর বিশেষ আছয়ে। মন্ত্যন্ত সৌভাগ্য তবে অংশ নমু হয়ে ॥রাধিকার কণ্ঠে বিধি তিন রেখা দিলা । নাশস্তে নরাং শু লাগি বিবাদ ভাঙ্গিলা । সৌন্দর্য্য লথিমি বলি এক অঙ্ক দিল । বাক্য লক্ষ্মী বলি তাতে দুই অঙ্ক দিলা । সঙ্গীত লখিমি বলি দিল। তিন রেখা। তিন গুণ সীমা বিধি কৈল দৃঢ় লেখা। রাধিকার কণ্ঠ উক্তি পিক গান জিনি। সধা তুল্য কিবা সুধা কটুত্ব বাখানি। যার শোভা লাগি কম্ব, সমুদ্র পৈশয়ে । সে কণ্ঠ উপমা কহে কেব৷ হেন হয়ে ৷ মৃগমদ বিন্দ আছে চিবুক উপরে । হেমাশ্ব জ দল আছে যেন মধুফরে । হেম গৃহ গবা