পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(शाबिन नौलाबूड। १ দ্বেষ নিন্দ কৈলে পিতৃ সঙ্গে পায় ঘোর ক্লেশ। বহু জন্ম নর ক ভোগয়ে সেই পাপী। ঐছে কৃষ্ণ কৃষ্ণভক্ত পরম প্রতাপী। এই কথশাস্ত্রে শুনি বাঢ়িল আহাদ। আরম্ভ করিনু গ্রন্থ ভাঙ্গি ল বিবাদ ॥ দোষ না লইহ প্ৰভু বৈষ্ণৰ গোসাঞি। তোম৷ সব বিনু মোর অন্য গতি নাই৷ শ্ৰীগুরু শ্ৰীপাদপদ্ম এই মাত্র জানি। যেই উঠে মনে সেই সত্য করি মনি। তার পদে বি , শ্বাস লব নাহিক আমার। তথাপিহ লোভ বাঢ়ে চরিত তাহার শ্ৰীগুরু বৈষ্ণব পদ করিয়া বন্দন। সংক্ষেপে কহিয়ে কিছু কৃষ্ণলীলা ক্রম। কাম ক্ৰোধ লোভ মোহ মদ অভিমান। ইহা তে জড়িত চিত্ত নাহি সমাধান। ইহা সমাধান বিনু নহে কৃষ্ণভক্তি। ভক্তিহীন জনের লীলা বর্ণনে কি শক্তি। চিত্ত প্রবোধ মাত্র যেতে মতে করি। যাতে সুখী হয় মন সেই অনু সারি। যেই লীলা ব্ৰহ্মা শিব শেষ অগোচর। ব্ৰজবাসী জনে মাত্র সম্বন্ধ গোচর ॥ বিধি ভক্ত্যে না মিলয়ে এই কৃষ্ণলীলা৷ রাগাত্মিক জনে মাত্র করে নানা খেলা। কৃষ্ণকে ঈশ্বর জ্ঞান কন্তু নাহি করে। দেখিলে সে জীয়ে সব ন দেখিলে মরে । জ্বাত্মসুখ দুখে কার নাহিক বিচার। কৃষ্ণ সুখ লাগি সবে করয়ে আচার। আশ্চৰ্য্য প্রমের কথা কৃহিলে কি হয়। যার মনে উপজয়ে সেই সে বুঝয়। বড় রসময় কথা লোক আগে চর। ধৰ্ম্ম অর্থ কামমোক্ষ চতুৰ্ব্বৰ্গ পর ॥পরম লালসা মূল্যে সেই প্রেম মিলে। বেদ অগোচর কথা মহাজনে বলে। দন্তে ভূণধার মুক্তি কহে বারবার। যত্নকরি এই গ্রন্থ করিবেৰি চার ৷ পয়ার বলিয়া মনে না করিবে হেলা। শ্লোক প্রবন্ধে