পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Nご8 গোবিন্দ লীলামৃত । মধুমিত কপুর মিশ্রিতে। মিথ্যাময় ঈর্ষ তাতে মরিচ যে দিল। এইৰূপ রসালায় কৃষ্ণে তৃপ্তি কৈল ॥রাধিকার হাস্য সুধা নদীর সমান। কৃষ্ণ চিত্ত হংস যাতে খেলে অবিরাম! কিম্ব রাধা হাস্য সুধা কিরণ কৌমুদী। কৃষ্ণাক্ষি চকোর তৃষ্ণ যাতে নিররধি। কিম্ব রাধা হাস্যসুধা শ্বেত মেঘাবলি । কৃষ্ণ প্রাণ চাতকের বিশ্রামের স্থলী। কিম্বা ক্লষ্ণগুণ ততি কম্প লতাগণ । রাধার হৃদয়ে রহে সেই বন সম ৷ সেই লতা প্রফু ল্লিত পুষ্প বহু হয়। রাধা হাস্য সঙ্গে, সেই বাহিরে খসয় ॥ রাধার বদন সুধা নদীর সমান। পঞ্চম অমৃত সুধা নদী মনে রম। সঙ্গীত অমৃত নদী বাহিনী যে হয় । সুগন্ধ অমৃতধূনি তাহাই আছয় । হাস্য সুধানদী সহ একত্র মিলিয়। কৃষ্ণ সুধা ৭বে সবে প্রবেশয়ে যাঞ। রাই মুখচন্দ্ৰ দেখি সুমেরু আকার হাস্য সুধাধান যাতে করয়ে সঞ্চার। গন্ধ সুধানদী তাতে ৰাণী সুধাধুনি। সঙ্গীত জাহ্নবী মৃধা স্বর মন্দাকিনী। কৃষ্ণ মৃতার্ণবে সব প্রবেশ করয় যত সুধানদী আছে রাই মূখালয়। কৃষ্ণের নয়ন যাত্রা মঙ্গল কারণে। বিধি কৈল রাই মুখপদ্ম নিরমাণে ॥ নয়ন খঞ্জন লেল তাছাতে গঢ়িল নাসা স্বর্ণ কুণ্ডে লোল লাগিয়া বান্ধিল ৷ কৃষ্ণ দৃষ্টি চকোরের প্রতের লাগিয়া । রাই মুখচন্দ্র বিধি কৈল হর্ষ পাঞা । নয়ন হরিণ দুই চঞ্চল দেখিল । স্বর্ণ পাশ দিয়া নাসা দণ্ডেত বান্ধিল । রাইমুখ উপ মচন্দ্র পদ্মে কিবা দিয়ে। সকলঙ্ক ক্ষয় চন্দ্র দিনে মুনি হয়ে ৷ চন্দ্র পদাঘাতে গদামুনি অতিশয়। অতএব রাই মুখ উপময় নয় ! সদা পূর্ণ সুমণ্ডল মৃদু মনোরম ৷ অতএব রাই মুখ অতি অনুপম। রাই গগুযুগ জিনি সুবর্ণ দৰ্পণ । লাবণ্য অমৃতপুৰ কনক ভূবন । দ্বর্ণ নদীপ্রায় দুই দেখিয়ে সুসম। সবৰ্ণ তাড়ঙ্ক