গোবিন্দ লীলামৃত । SSQ শিরোপরে ধরে হঞ লোভা । কি কহিব রাধিকার বেণীর মহিম। ত্রিবেণী করয়ে মাত্র কিঞ্চিৎ উপম। রত্নাবলি সর স্বতী মুক্ত সুরধুনী। নিজ কাস্তি সূৰ্য্যসুত বেণীতে ত্ৰিৰেণী বিলাস বিঅন্তকেশ রাধার দেখিয়া আপনার পচ্ছ শোভা ন্য কার করিএsা। চামরী পলাঞ গেল পৰ্ব্বত গহ্বরে । শিখণ্ডী প্রবেশ কৈল বনের ভিতরে । -> o যথা রাগঃ কুঙ্কম সৌরভজিন, রাধাপ্রতি অঙ্গ গণি, যেই গন্ধের লবে মাতে হরি । নাভি ভ্ৰ, কেশ অখি, মৃগমদ। গুরুমাখি, নীলোৎপল,গন্ধরাজ ভরি। বক্ষ কর্ণ নাসা মুখ, করপদ গন্ধ সুখ, অম্বুজ কপূর গন্ধ আদি। কক্ষ নখ শ্রেণী দেশ, নিন্দিয়া সৌরভাশেষ, মলয়জ কেতকীতে সাধি । কৃষ্ণের ইন্দ্রিয়গণ, করাইতে আহলাদন, শ্রীরাধিক গুণের উদারে রাধা তেই সব গুণ, যে নহে অলপ উন, রাধ। তেই গুণের বিস্তারে। যতেক উপম বলি, আছে সব সখীতে ভরি, মদন কৈল শ্রীরাধার অঙ্গ। রাধার মাধুরীহেরি,আনন্য উল্লাস হরি, রহে তন্ত্র মাধুর্য্য তরঙ্গ । প্রেমের প্রমাণ নাহি, গুণে অনু পর্ম তাহি, অসমোন্ধ সৌন্দৰ্য্য রুচিশীল। তুারুণ্য অদ্ভুততম, অম্যে নাহি রাধা সম, যে রসে ভূলিল ক্লষ্ণ ধীর। কোথ। রাধা পতিব্ৰতা, ভুবনে বাখানে কথা, কোথা পর বধূ অপ বাদে । কোথা প্রেমাদ্রকময়ী, কোথা পরবশ রহি, বিষ্ম শঙ্ক আছে পরমাদে। কোথা উৎকণ্ঠিত ধনী, কোথ। কৃষ্ণ গুণ মণি, নিত্যসঙ্গ অলব্ধ বিশেষ। এই তিন শুন হিয়া, মংলর সহিত গিয়া, কাটে মোর না পাই উদেশ। পতিব্ৰতা সার আর, প্রেমোদ্রেক পরকার, উৎকণ্ঠিত কৃষ্ণ লাগি যত। গুণ গায় সব সখী,পরবধূ পুষ্টলেখি, এ যদুনন্দন দাস মত।
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১৪৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।