$82 গোবিন্দ লীলামৃত । হৃদি মালা ধনী ধরিয়াছে গলে কৃষ্ণে দিলা রাই নিজ রুচি মণিহারে। রাধা ধর মধুকৃষ্ণ সুখে কৈলা পান। কৃষ্ণধর পিয় রাই দন্ত কৈলা দান ৷ সৌন্দৰ্য্য সমৃদ্ধগণ বাঢ়ে কৃষ্ণ সঙ্গে । নানা ভঙ্গি রঙ্গে অঙ্গ দৃশের তরঙ্গে। চিত্তের উল্লাস কতবাঢ়িল রাধীর রাই অন্য ২ প্রায় নবীন অচিার। সৌরভে পুরিত দিগ বিদিগ সকল ! কৌমূল্য সৌন্দর্য মধুপুর্ণ নিরমল হেন রাধা কমলিনী ছড়ি কৃষ্ণ অলি। কণ্টক কেতকী বনে কেন ধায় চলি । মাধবে মাধবী ফুল্ল হরিষ বিলাস । মাধবী মাধব সহ করে হর্য বাস। নিজ বৈদগ্ধ বিধি প্রকট করিয়া । যোগ কৈলা দুহু দুহ উল্লাস লাগিয় । রাই শোভা দেখি বিধি বিস্মিত হইলা। নিজ সৃষ্টি নহে জানি লজ্জা বহু পাইলা৷ সব সার বস্তু লৈয়। রাষ্ট্রর সমান। মুরতি গঢ়ায় নহে সম নর মান। পুৰ্ব্ব সৃষ্টি সার গণ নিরর্থক হৈল । পুনৰ্ব্বার তাতে বিধি অতি লজ্জা পাইল ॥রাই মুখ দেখি বিধি গঢ়ে পদ্মচন্দ্র । বহু দোষ পূর্ণচন্দ্র পান অতি মন্দ। চন্দ্রে অঙ্ক মসি দিয়া লেপন করিলা ৷ পদ্মে আল মসি দিয়া সৰ্ব্বাঙ্গ লেপিলা । রাধিকার গুণবৃন্দগান করিবারে। অন্য কেবা যাতে হয় বাণী অগোচরে ৷ এইৰূপ সখীগণ রাধাঙ্গ বর্ণিল । সহাস্য বদনে সালঙ্কার কাব্য কৈলা । নয়ন, সঙ্কোচ বহু সঙ্কোচিত হৈলা । শুনি কৃষ্ণ তনু মন তৃপ্তি হৈয়া গেল। এইত কহিল,রাধ গ্রন্সঙ্গ বর্ণন। ইহা যেই শুনে পায় গান্ধৰ্ব্বাচরণ। মধ্যহ্নের লীলা কথা অমৃতের সার। কর্ণ মন তৃপ্ত করে এক বিন্দু যার ॥ গোবিন্দ চরিতামৃত নিত্যই নূতন বিচারিতে মিলে প্রেম মহা মহাধন। রাধাকৃষ্ণ পাদপদ্ম সেবা অভিলাষে । এ যদু নন্দন কহে মধ্যাহ্ল বিলাসে । *
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১৪৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।