p' গোবিন্দ লীলামৃত। ৰূহে এইমত খেলা। শ্লোকের অর্থের কথা কিছুই না জানো। যেই উঠে মনে সেই সত্য করি মানো ৷ অত্যন্ত নিগুঢ় কথা বহুখি স্থানে। স্বত্ব করি রাখিবে ইহা করিয়া গোপনে ॥ আপন সংপ্রদা কিলে অন্যে না কহিবে। এই মোর নিবেদন বিচার করিবে। বৈষ্ণব চরণে মোর একান্ত শরণ। এইসে ভরসা সবে সংসার তারণ। আমি লিখি কহ মাত্র অভিমান করি। যেই কহান ক্লষ্ণ তাহ উঠয়ে উচ্চারি। রাধ কৃষ্ণ পাদপদ্ম সেবা অভিলাষে । এযদুনন্দন কহে গোবিন্দ বিলাসে । তথাহি । , করান্তে ত্রস্ত বৃন্দেপিত বহুবিবরৈ বোধিতে কীর শী পড়ৈ হদৈরঙ্গদ্যৈ তিসুখশানাদুথিতেীতেসখীভিঃ । দুষ্ট্রেীহষ্ট্রে তদন্মোদিতচন্তি ললিতে কক খটাগীঃ সশাস্কেী রাধক ফে স কৃষ্ণাবপি নিজ নিজ ধামু্যাপ্ত তপে স্মরামি ৷ অস্যার্থঃ , রাত্রি শেষে শুক শারী আদি পক্ষগণ। বৃন্দর নিদেশে শব্দ করে বিলক্ষণ। রাধাকৃষ্ণ জাগিলেন সে ধুনি শুনিএল। রসের আবেশে তর্ভু রহিলা সুতিয় ॥ নানা পদ্য হৃদ্য আর অহৃদ্য বচন কহি শুক শারী জাগাইল দুই জন ৷ শয্যায় বসিল উঠি,কিশোর ফিশোরী। আনন্দে মগন দোহে দোলমুখহেরি। এইকালে সখিগণ করল প্রবেশ। দরশনে বাঢ়ি গেল আনন্দ বিশেষ H নাম পরিহার্স কথা নানান চাতুরি। নিমগন হৈল দেখিসে রস মাধুরি ॥কক খটা কহিলা তবে জটিল আইলা। তার বাক্যে রাধাকৃষ্ণ সখী চমকিলা তবে দোহে গেলানিজ নিজ গৃহ মাঝে। ভূষিত অন্তরে দেহে
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।