পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>88 গোবিন্দ লীলামৃত। আগে সত্যমিথ্যা তার বুঝিয়া বিচার। পাছে বুঝি বংশী ন্যায় যেমন আচার। শুনিয়kললিতা দেবী রাই আগে করি অরণ্য বিহারে চলে সখীগণমেলি ৷ ললিতা সুন্দরী কহে দেখ সখী মেলি ।রাই অঙ্গ কান্ত্যে বন বেয়াপে সকলি ॥ পশু পক্ষ তরু লতা পুষ্প ভূমিতল । হেমবৰ্ণ গৌরদ্যোত হইল সকল । কৃষ্ণ আদি সখী বৃক্ষ সবে গেীরহৈল । রাধিকার কান্ত্যে সব গৌরবর্ণ কৈলাuদেখি সখী পুরস্কারী নন্দিমুখী কহোসবসত্য এই বৃষভানু সুতা কহে। নিজ কান্ত দিয়া বন পোষণ করিল। যা দেখি সবার নেত্রে উৎসব হইলা । কৃষ্ণ কহে শুন ইহার কারণ আছয়ে। কুহক জানয়ে রাই মোর মনে লয়ে ৷ মন্দি রে যাইতে কান্তি সঙ্গে লৈয়া যায়। রাজ আগমন ভয়ে পুনঃ সমৰ্পয় ৷ শুনি সব সখী হর্যে উৎফুল্প বয়নী । অন্যান্য কহে সবে পরিহাস বাণী ৷ অতি গব্ব করি বটু কৃষ্ণ আগে কৈলা । রাধাকৃষ্ণ অঙ্গ কান্তি সমৃদ্ধ হইলা । মরকত মণি বণে ব্যাপ্ত হৈল বন : দেখি বটু কহে অতি সহাস্য বচন । কন্দপের তাপ গৰ্ব্ব দূর করিবারে । ছহার উজ্জ্বল কান্তি হৈল একস্থলে৷ তাহা শুনি হাস্য মুখে তুঙ্গবিদ্যা কহে । গান্ধৰ্ব্বিকা কান্ত্যে কৃষ্ণকান্ত মিশ্র হয়ে । মরকত মণি কান্তি সখীগণ কৈলা গুণ অলঙ্কারে উদাহরণ অর্পিল৷ ৷ স্বহন্ত চালনে মুন্দ আইসে চলিয়া। সেই হাতে আছে বংশী বায়, পরশিয়া বাজিতে লাগিল বংশী শুনি সখীগণ । তথাই আইলা সবে চকিত নয়ন স্নেইক্ষণে কুন্দলত আসি বৃন্দ স্থানে। বংশী পায়ে হৃষ্ট হৈয়া লইলা যতনে। তবে সুধামুখী কহে শুন কুন্দলত। বৃন্দ পাশে ব।শী কৃষ্ণ রাখিল সৰ্ব্বথা । কদৰ্থন দিল মাত্র আমা সবকারে । এই কথা মিথ্যা নহে পুজহ বৃন্দারে। না মানয়ে বৃন্দ