পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ লীলামৃত । ჯ84; যদি পুছ কোথা পাইলা। নু কহয়ে যদি তৰে বৃন্দ দণ্ডী হৈলা। এত শুনি বৃন্দা কহে শুৰ সুবদনী । শৈব্য করে কাঢ়ি বংশী কক্‌খটা দিলা আনি ॥নান্দীমুখী আগে বংশী সাপল আমারে । বিবরিয়া কহি এই বংশীকা বিচারে ৷ তবে কুন্দলতা বংশী দিলা কৃষ্ণ করে । বংশী পায় সুখী হৈয়া বাজন অণচরে 11 যথা রাগঃ আনন্দে মুরলী ধূনি, কৈলা যবে ব্রজমণি,প্রাণি মাত্র ধৰ্ম্ম হৈল আন। তৃিভূবনে বৈসে যত, সুন্দরী তরুণী কত বংশী কাষ্ঠকৈল তারপ্রাণীসে ধূনিঅনঙ্গ ঘুণ,তাহাতে লাগিল জুন,নাশ কৈলা মারী মন বাসাযত স্থিরচরগণ,উলটা ধরম বন ছয় ঋতু বৈভব প্রকাশ ৷ অমৃতের কণা গণ, শ্রবণ মুরলী গান, স্থিরচর প্রাণী সিঞ্চে তায় । বংশী ধূনি বাণ ধায়্যা, অব লা হৃদয়ে যায়n, মাতাইয়া ধৈর্য্যতা ছাড়ায়। যতেক পুরুষ গণে, কামপীড়া হৈল মনে, কে তাতে অবলা জুড়কামী । পৰ্ব্বত হইল পানী, শুনিয়া বেণর ধূলি, দশদিগে ঝরে তে জাগম ৷ পশু পক্ষ আদি গণ, তৃষ্ণায় পীড়িত মন, যায়্যা জল খাইতে নাপারে। নিকটে আইল জল,স্তাহে পিক্সেমাহি বল, জড় হৈয়া আছয়ে নিচলে ॥ যতেক নদীর নীর, স্রোত গণ হৈল স্থির,পাষাণ সমান ভেল তায় । হংস হংসীগণ তাতে, না পারে মৃণাল থাইতে,শিকলি লাগিল তার পায়। স্থগিত হইল বাত, ঘুরে সব বৃক্ষ মাথ, পুষ্প ছলে.হাসে বৃন্দাবন। এ যদুনন্দন কহে, কেমনে ধৈরজ রহে, গান করে মদনমোহন । তবে বৃন্দাদেবী আসি দোহার অগ্ৰেত্তে । ছয় ঋতু বন শোভা লাগে দেখাইতে ৷ স্তম্ভ স্তব্ধ কম্প আসি চরগণে স্থৈল। l! » 5 ll