গোবিন্দ লীলামৃত । ১৪৭ দয়। আচমন দিলা অম্ব, নদীতে যে হয় । জাতিক্ষল লঙ্গ জয়ি ত্ৰী আদি করি। ছুহু আগে দিলা-এই বৃক্ষ সব ভরি। মকরন্দ ঝরে পদ্ম পত্রে ঢাকা জল ৷ শীতল অনিল বহে বহু পরিমল । স্নান লাগি এই অন্তি স্নিগ্ধ জল দিল। দুহু স্নান করিবারে ধরিয়া রাখল। স্নান করাষ্ট্রয় শুষ্ক বসন পরায়ে নানাবর্ণ পত্র পুষ্প চিত্রাংশুক হয়ে । দুহু অঙ্গ হয় মণি মুকুর সমান। পুষ্পপত্র প্রতিবিম্ব বসন গেয়ান । চন্দন অগুরু আর কুঙ্কম কন্তু রী। বায়, মন্দই চলে গন্ধ ভার ভরি । পুষ্পের পরাগ হয়ে গন্ধ চূর্ণ গণ হরিষে আনিয়া করে ছ হাঙ্গে অর্পণ । বকুলের অন্ধ গুস্থ মল্ল একবাল গোস্তন করলা যুখি পুপ হারাবলি । কৰ্ণ অবতংগ লাগি মালতীর ফুল । অমুনি গর্ভক আর কুন্দ অনুকূল । নানা অলঙ্কার দিল। কুসুমে গর্ণথিয় । সত পুষ্প তুলসীদল মঞ্জরী রচিয় ॥ দিব্য মালা দিলা গলে অতি মনোহর। যাহাতে আছয়ে গন্ধ মাধুরি বিস্তুর সৌরভে চঞ্চল আল মালা ধূপগণ । প্রফুল্ল চম্পক পুষ্প সেই দীপ সম "মিষ্ট ফল সৰ দিল্লী নৈৱেদ্য কারণ । এইরূপে করাইল দোহার ভোজন। রম্ভ গভে এই দেখ সুকপুর যত । লবঙ্গ এ লাচি আদি তাহাতে সংযুত। গুবাক সহিত পর্ণ চূর্ণাদি সহি তে। অপুৰ্ব্ব তাম্বল দিলা দোহার পিরিতে ॥ আপনি পড়য়ে পুষ্প বকুলাদি করি । পুষ্প বৃষ্টি করে এই দোহার উপরি । শারী শুক শব্দ ছলে জয়ধুনি করে। পক্ষ শব্দ বাদ্য অলিধূন গানাচরে । চাপার শাখার আগে পুষ্পের কলিক। । দীপ প্রায় শোভিয়াছে উজ্জ্বল অধিক । আরক্রি করয়ে তাতে আনি । ’লে চালায়। দুহার আরতি করি বনসুখ পায়। বৃক্ষ শাখাগণ পুষ্প ফলে পূর্ণ হৈয়ে। অনিলে সঘন তাহাউঠায়ে লাম্বায়ে
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১৫৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।