পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

St: গোবিন্দ লীলামৃত । নাচে আনন্দ হিয়ায় ৷ পিচ্ছ প্রসারণ করি ময় রী ডাকিয়া। নাচায় ময়ুর বহু হরিষ পাইয়। কৃষ্ণ মেঘ সঙ্গে বিছালত সুবদনী। বর্ষ ঋতুশোভ। পুর্ণ পুষ্ট কৈল জানি। সখীগণ চক্ষু সব চাতক সমান ৰহু প্রীতি পাইল লীলামৃত করি পান এইত কহিল তিন ঋতুর বর্ণন । বসন্ত নিদাঘ আর বম্ব মনে। রম। প্রেয়সী সঙ্কেত কৃষ্ণ করে নানা লীলা । ক্ষণে২ করে কৃষ্ণ নব নব খেলা ৷ মধ্যাঞ্জ সময়ে এই লীলা মনোহর। যেইজন শুনে পায় রাধা গিরি ধর । গোবিন্দ চরিতামৃত অমৃতের সিন্ধু । কণ মন তৃপ্তি করে যার এক বিন্দু। রাধাকৃষ্ণ পাদ পদ্ম সেবন বাঞ্ছিত । এ যদুনন্দন কহে গোবিন্দ চরিত। ইতি শ্ৰীগোবিন্দ লীলামৃতে দ্বাদশ স্বগঃ সমাপ্ত; i ১২ ৷৷ অতস্তৈরগতঃ কৃষ্ণঃ সীমাং কাননভাগয়োঃ । তচ্ছোভ মাহকাস্তায়ৈ, ঋতুযুগ্মশ্রিয়াম্বিতাং ! জয় জয় খ্ৰীকৃষ্ণ চৈতন্য নিতানন্দ ৷ জয়াদ্বৈতচন্দ্র জয় গৌরভক্ত বৃন্দ। জয় ৰূপ সনাতন জীব জীবনাথ ! জয় জয় গোপাল ভট্ট ভট্ট রঘুনাথ ! জয় ক্রীরঘুনাথ দাস রাধাকুগু ৰাসি। জয় বৃন্দাবনেশ্বরী জয় ব্রজবাসি। জয় বৃন্দাবন জয় রাধাকৃষ্ণ লীলা। জয় রাধা সর্থীবৃন্দ রসময় খেল৷ ছোট বড় না জানিয়ে ক্রম লিখিবারে । আগে পাছে বন্দি মাত্র যোটন অক্ষরে । এবে কহি শুন কৃষ্ণ লীলা মনোরম ৷ রাধাকৃষ্ণ বিহু রয়ে সঙ্গে সখীগণ ॥ তৰে কৃষ্ণ আইল৷ বৰ্ষৰ্ণ কাননের সীমা । আসি কহে দেখ ঋতু যুগল সুসম ॥বষ গেল শরতের কলি