SQ:8 tन्नबिन ौलाश्रृङ । শুক শারিকা দেখা দিলা । কুলহ লা গল্প আছে সে শুক শারিতে । সে দোহার কথা সবে লাগিলা শুনিতে । শুক কহে শারী তুমি অন্য বনে যাহ। আমার বনেতে কেন তুমি ফল খাই। বেদান্তাধ্যাপক দ্বিজ অামি সৰ্ব্বক্ষণ নারী অপরশ ফল করিয়ে ভক্ষণ । বৃন্দাবনেশ্বর তুষ্ট হয় দিল বন । দাসী হয়ে কর কেন এফল ভক্ষণ শারী কহে প্ৰভু দ্বেষি তুমি প্রজ। সব । রাধিকার বন এই না জানহ এভব। রাধা বৃন্দাবনেশ্বরী পুরাণেতে কহে । স্মৃতি বাক্য কলে হৈতে অনাদর নহে ॥ শুক কহে কৃষ্ণ ৰন গায় শ্রুতগণlশ্ৰণত ৰাক্যে স্মৃতি বাক্যে হয় অকরণ । গোবিন্দের বৃন্দাবন খ্যাত সৰ্ব্ব জন । শ্রুত মৃত আছে কত প্রমাণ বচন ॥রাধিক সম্বন্ধ বনে দূর নাহি করি। অক্ষ বিশ্ব যার যথ। তার তথ। বলি ৷ শারী বলে গোপালক কুটিল অন্তর। সমান না হয়ে তার বাহির ভিতর i৷ বাহিরে সুন্দর হয়ে অতি মনোহর যৈছন দেখিয়ে পক্ক মহাকাল ফল । গোপী ঠাকুরাণী যেন নারিকেল ফল । বহে মান অষ্টি বাম্য প্রণয় বলক ল। সশষ্য ভিতরে অতি রসময় জল । অতএব কেবা হবে গোপিক সোসর। শুক কহে ক্লষ্ণ হয়ে ইক্ষু খ ঙ সম। ধাষ্ট্যে কোটিলা গৰ্ব্ব বাছে রুক্ষ্ম যেন । মান নিস্পীড় নী বিনা রস নাহি মিলে । অতএব ক্লষ্ণ পুর্ণ রসময়ান্তরে । কৃষ্ণ তিল প্রায় স্নিগ্ধ কৃষ্ণ সদা রহে । বাহিরে শঠত। মাত্র বরকল আছয়ে t বম্যে নিপীড়নী বিনা রস নাহি হয়। অত এব কৃষ্ণ সম অন্য কেহ নয়। গোপী শ্রেণী দেখি যেন জবা পুষ্প হেন। সৌরভ নাহিক মাত্র উজ্জ্বল বরণ। কৃষ্ণ নীলোৎ পল আভা মধুর কোমল । সুরুচি সৌরভান্বিত সৰ্ব্ব মনোহর । শুনি শারী কহে শুকে পরিহার করি। মঞ্জিষ্ঠার প্রায় রাগ
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।