পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ লীলামৃত। >(t@ আমার ঈশ্বরী। অন্তর বাহির স্নদা হয়ে এক রাগ । কে কহিতে পারে এই রাইর সোহাগ। স্ফটিক মণির প্রায় তোমার ঈশ্বর নব নব সঙ্গে রাগ বিভিন্ন অন্তর ৷ শুক কহে কৃষ্ণ সম অন্য কেবা হয়। বননিলে জালে কত দৈত্য কীটচয় সপ্তরাত্ৰি দিব। গিরি ধরে বাম করে । হেন কৃষ্ণ সঙ্গে কিবা বরাবরি করে। শারী কহে ব্ৰজেশ্বর বিষ্ণু আরাধিল । বিষ নিজ ভূজ বল কৃষ্ণে সব দিল । সেই বলে মারে কৃষ্ণ দৈত্যে ভদ্রাদিগণ । কৃষ্ণ বধ কৈল কহে বুদ্ধি হীন জন ৷ ব্ৰজেশ্বর পূজা পাঞ৷ গিরি তুষ্ট হর্য । আপনে উঠিল ব্রজ রক্ষার লাগিয়া । তার তলে হস্ত কৃষ্ণ দিয়া মাত্র রছে । কৃষ্ণ উদ্ধারিল গিরি অজ্ঞলোকে কহে ৷ শুক কহে কৃষ্ণ অঙ্গ সৌন্দর্য হইতে তরুণীগণের ধৈর্য্য দলন বিদিতে । কৃষ্ণের লীলাতে কহে রমাদি স্তন্তন। কৃষ্ণ বল দেখ গিরি ঘরে কন্দু সম । কৃষ্ণের নি কর্মল গুণ পারাবার হীন । কৃষ্ণু শী: সৰ্ব্বজন বুঞ্জন প্রবীণ কৃষ্ণ কীৰ্ত্তে বিশ্ব জন রক্ষা যে ফরয় ,জগত মোহন কৃষ্ণ কেবা সাম্য হয় । শুনি শারী কহে রাধা প্রিয় তদি যত স্বরূপতা সুশীলভ নৰ্ত্তকাদি কত। সগান চাতুরি গুণ কবিতার সার। জগত মোন কৃষ্ণ মেনীি তাহার । রাধিকার গুণে কৃষ্ণে সবশ করয় ! সদা সেবা করি কৃষ্ণ রইরে সেবায় ৷ যদি সেবা সুখে কৃষ্ণ নাই ন বসয়ে আপন অধর ভৰে আপনে চাটয়ে। অল যেন মল্লিকাতে গমন করিয়া। অপেন অধর চাটে মধ, ন পাইয়। শুক কহে কৃষ্ণ সঙ্গ বাঞ্ছয়ে রাধিক । লব্ধ হৈতে যেন সূৰ্য্য ভাগয়ে স্বাধিক । কৃষ্ণ প্রীত সেবনের ঈশ্বরী সমান। বল প্রাপ্তি লাগি করে বল্যাণ ধেয়ান । ঐছন চরিত্র । কিছু বুমাল না যায়। শুনি শারী শুক কহে আনন্দ হিয়ায় ।