পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ লীলামৃত l >(సె শুনি পুর্ণানন্দ পায়ন্ত শ্রবণ। দেখ প্রয়ে ভ্রমে যত মধকরগণ। পদ্ম অনাদরী কুন্দে করয়ে গমন । হিমে পোড়াইল পদ্ম ভ্রমর আলয়। তাহ ছাড় দ পুপ মদির কুর । বাহু শূন্য হিম সূৰ্য্য জিনিতে নারিয়৷ সূৰ্য্য প্রণয়িনী পদ্ম পোড়ায়’জ নিয়া । জলে লগ্ন কন্যা বৃন্দ স্তনাবলি গণ স্মৃতি করাইল যেই বদরিকাগণ ॥পাকোমুখি হৈল এবে সেইত বদরী। স্মৃতি করাইছে এবে সেই স্তনাবলী। তবে বৃন্দা আনে শ্বেত জবা পুষ্প দুই । হরি করে সমর্পণ কৈল শীঘ্ৰ যাই । কৃষ্ণ হস্ত কম্পে তাহ প্রিয় অবতংসে । রাই কৃষ্ণ কৰ্ণে কুন্দ দিলে ন হরিষে ; বৃন্দ কুন্দমালা আনি রাধা হন্তে দিল । ছোট রক্ত উৎপল বরণ হইল। সেই মালা রাই লয়ে কৃষ্ণ গলে দিল । সূক্ষ ইদািবর মাল্য রুচি যে হইল । পুনঃ সেই মালা কৃষ্ণ প্রিয়া কণ্ঠে দিল । চম্পক মাল্যের তুল্য তাহাতে হইল । ইহ দেখি বিশাখিকা হাসিয়া কচয় । কুন্দলত প্রতি পরিহাস যে করয় । দেখ এক পুষ্পে অতি স্মরন্মিত্ত হয়। বহু অলিগণ ভ্ৰমে ক্রমে২পিয়াitতাহ শুনি চিত্রা কহে অহোচিত্রনয়।সৌভা গেfরমণ হুইলে এইমত হয়। বৃক্ষ কদী প্রচেতসা যৈছে ব্যবহার তৈছন প্রীতের কায দেখিয়ে ইহার। কুন্দূলত শুনি কহে শুন সখীগণ । আর অদভূত দেখ অতি বিলক্ষণ। ভ্রমরীগণের পতি আছে নিজান্তিকে। নিজ২ বন্ধু জীব ছাড়িল তাহাকে । সব বন্ধু জীৰ একশতেক ভ্রমন্ত্ৰী৷তাহাকে পিবয়ে আসি ধৈর্য্যত্যাগ করি । চিত্র। কহে সারগ্রাহী যত ভৃঙ্গীগণ। মধুমাত্র বৃত্তি কৃষ্ণ তৃষ্ণা অনুক্ষণ। পঞ্চম গানেতে গৰ্ব্বি ভ্রমর সকল "শুদ্ধ মধ, যাহা তাহ আসক্তি প্রবল ৷ তবে ক্লষ্ণ রাধ প্রতি কহে হাস্য -ৰাণীতোমার অতুল গুণ লক্ষী গুণ জিনি লক্ষ্মী গৰ্ব্ব অভিমান